ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি,ওয়াকিটকিসহ আটক ২

চট্টগ্রাম নগরের লালদীঘি এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা–এনএসআই এর কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থানা পুলিশ ও এনএসআইয়ের যৌথ অভিযানে নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন পাহাড়তলী থানাধীন খুলশী সেগুনবাগান এলাকার গোলাম রসুলের ছেলে মো. জুম্মান এবং একই এলাকার মো. আসলামের ছেলে মো. ফিরোজ (২০)।

 

জানা যায়, এনএসআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর লালদীঘি এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি এবং ব্যবহৃত সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। তিনি জানান, গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুজন আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে একজন ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করতে এসেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি,ওয়াকিটকিসহ আটক ২

প্রকাশিত: ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম নগরের লালদীঘি এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা–এনএসআই এর কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থানা পুলিশ ও এনএসআইয়ের যৌথ অভিযানে নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন পাহাড়তলী থানাধীন খুলশী সেগুনবাগান এলাকার গোলাম রসুলের ছেলে মো. জুম্মান এবং একই এলাকার মো. আসলামের ছেলে মো. ফিরোজ (২০)।

 

জানা যায়, এনএসআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর লালদীঘি এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি এবং ব্যবহৃত সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। তিনি জানান, গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুজন আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে একজন ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করতে এসেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।