ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

গরু চুরি করে ভুরিভোজের আয়োজন, বিএনপি নেতাকে অব্যাহতি

জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে দলের নেতা-কর্মীদের জন্য ভূরিভোজ আয়োজনের অভিযোগে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ওরফে মুক্তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত এক চিঠিতে অব্যাহতি প্রদান করা হয়।

অব্যাহতি চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে জেলা বিএনপির সম্মতিক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

একই সঙ্গে কেন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে আপনার বক্তব্য আগামী সাত কার্যদিবসের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের কাছে উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

জানা যায়, মাদারগঞ্জ উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে মাহমুদুল হাসান নিজ বাড়িতে ভোজের আয়োজন করেন। এই ভোজের জন্য তিনি কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে গরু চুরি করিয়ে আনেন। চুরি করা গরু জবাই করে ওই ভোজের আয়োজন করা হয়।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে উত্তেজিত হয়ে তাঁর বাড়িতে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যুবদল কর্মী সুমন মণ্ডল ও মাংস ব্যবসায়ী বজলুকে আটক করে। পুলিশ গরুর মাথা, চামড়া ও কিছু মাংসও জব্দ করে।

এ ঘটনায় কৃষক এফাজ মণ্ডল বাদী হয়ে মাহমুদুল হাসানসহ ১২ জনকে এবং অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনায় যুবদল কর্মী সুমন মণ্ডল ও মাংস ব্যবসায়ী বজলুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

গরু চুরি করে ভুরিভোজের আয়োজন, বিএনপি নেতাকে অব্যাহতি

প্রকাশিত: ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে দলের নেতা-কর্মীদের জন্য ভূরিভোজ আয়োজনের অভিযোগে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ওরফে মুক্তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত এক চিঠিতে অব্যাহতি প্রদান করা হয়।

অব্যাহতি চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে জেলা বিএনপির সম্মতিক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

একই সঙ্গে কেন আপনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে আপনার বক্তব্য আগামী সাত কার্যদিবসের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের কাছে উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

জানা যায়, মাদারগঞ্জ উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে মাহমুদুল হাসান নিজ বাড়িতে ভোজের আয়োজন করেন। এই ভোজের জন্য তিনি কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে গরু চুরি করিয়ে আনেন। চুরি করা গরু জবাই করে ওই ভোজের আয়োজন করা হয়।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে উত্তেজিত হয়ে তাঁর বাড়িতে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যুবদল কর্মী সুমন মণ্ডল ও মাংস ব্যবসায়ী বজলুকে আটক করে। পুলিশ গরুর মাথা, চামড়া ও কিছু মাংসও জব্দ করে।

এ ঘটনায় কৃষক এফাজ মণ্ডল বাদী হয়ে মাহমুদুল হাসানসহ ১২ জনকে এবং অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনায় যুবদল কর্মী সুমন মণ্ডল ও মাংস ব্যবসায়ী বজলুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।