ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

আজ ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম

আজ শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ঢাকা সফরে আসছেন। প্রায় এক দশক পর কোনো মালয়েশিয়ান প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করছেন, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সফর বর্তমান সরকারের সময়ে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম বাংলাদেশ সফর, যা কূটনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্য বহন করছে। আনোয়ার ইব্রাহীমের এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি বিষয়ক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের এই সফরে ৫৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও থাকছে বলেও জানিয়েছে প্রেসিডেন্ট অফিস। প্রতিনিধিদলে মন্ত্রিসভার সদস্য, মন্ত্রী, এমপি ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। এছাড়াও, জনশক্তি প্রেরণ, উচ্চশিক্ষায় সহযোগিতা, ব্যবসা ও বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোও আলোচনায় স্থান পাবে।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

আজ ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম

প্রকাশিত: ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

আজ শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ঢাকা সফরে আসছেন। প্রায় এক দশক পর কোনো মালয়েশিয়ান প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করছেন, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সফর বর্তমান সরকারের সময়ে কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম বাংলাদেশ সফর, যা কূটনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্য বহন করছে। আনোয়ার ইব্রাহীমের এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি বিষয়ক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের এই সফরে ৫৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও থাকছে বলেও জানিয়েছে প্রেসিডেন্ট অফিস। প্রতিনিধিদলে মন্ত্রিসভার সদস্য, মন্ত্রী, এমপি ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। এছাড়াও, জনশক্তি প্রেরণ, উচ্চশিক্ষায় সহযোগিতা, ব্যবসা ও বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোও আলোচনায় স্থান পাবে।