খাগড়াছড়ির মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে ছাত্রীকে নেকাব না খোলায় হেনস্তা করা শিক্ষক কামাল হোসেন মজুমদারের বহিষ্কার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ছয়টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ইনসাফ কায়েমকারী ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে নিকাব না খোলায় পরীক্ষা দিতে পারেনি উম্মে আঞ্জুমানয়ারা নামক ছাত্রী। শুক্রবার বিকেলে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটিয়েছেন মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষার কেন্দ্র সচিব কামাল হোসেন মজুমদার। আমরা তার চাকরিচ্যুতি ও ফাঁসির দাবি চাই।
তারা আরো বলেন, ইসলামের দৃষ্টিতে পর্দা করা ফরজ। প্রত্যেক মানুষের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। ইসলাম ধর্মের চিহ্ন হচ্ছে পর্দা। এই পর্দাকে অবমাননার দায়ে ঐ শিক্ষককে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।