রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা ইসলামী দল সমূহের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই বৈঠক হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড.আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় মহাসচিব কাজী আবুল খায়ের, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব মুছা বিন ইজহারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।