ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

তুরস্কে গুলি করে পরিবারের ৭ সদস্যকে হত্যার পর যুবকের আত্মহত্যা

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক বন্দুকধারী।

রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি।

দেশটির কর্তৃপক্ষ বলেছে, বন্দুকধারী গুলি চালিয়ে নিজের বাবা-মা, স্ত্রী এবং ১০ বছরের ছেলেকে হত্যা করেছেন। পরে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গুলি চালানোর পরপরই ওই ব্যক্তিকে তার গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরিবারের আরো দুই সদস্যকে গুলি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, রোববার সন্ধ্যার দিকে দেশটির কর্তৃপক্ষ গুলির এই ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে বলে জানায়। যদিও সোমবার সকালের দিকে স্থানীয় কর্মকর্তারা ইস্তাম্বুলের একটি হ্রদের কাছে হত্যাকারীর স্ত্রী, ছেলে ও তার শাশুড়ির মরদেহ পাওয়ার তথ্য জানিয়েছেন।

সুইজারল্যান্ড-ভিত্তিক গবেষণা কর্মসূচি স্মল আর্মস সার্ভের (এসএএস) তথ্য অনুযায়ী, তুরস্কের জনসংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। এর মাঝে দেশটির সাধারণ জনগণের হাতে এক কোটি ৩২ লাখেরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে; যার বেশিরভাগই অবৈধ।

সূত্র: আরব নিউজ

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

তুরস্কে গুলি করে পরিবারের ৭ সদস্যকে হত্যার পর যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক বন্দুকধারী।

রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি।

দেশটির কর্তৃপক্ষ বলেছে, বন্দুকধারী গুলি চালিয়ে নিজের বাবা-মা, স্ত্রী এবং ১০ বছরের ছেলেকে হত্যা করেছেন। পরে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গুলি চালানোর পরপরই ওই ব্যক্তিকে তার গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরিবারের আরো দুই সদস্যকে গুলি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, রোববার সন্ধ্যার দিকে দেশটির কর্তৃপক্ষ গুলির এই ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে বলে জানায়। যদিও সোমবার সকালের দিকে স্থানীয় কর্মকর্তারা ইস্তাম্বুলের একটি হ্রদের কাছে হত্যাকারীর স্ত্রী, ছেলে ও তার শাশুড়ির মরদেহ পাওয়ার তথ্য জানিয়েছেন।

সুইজারল্যান্ড-ভিত্তিক গবেষণা কর্মসূচি স্মল আর্মস সার্ভের (এসএএস) তথ্য অনুযায়ী, তুরস্কের জনসংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। এর মাঝে দেশটির সাধারণ জনগণের হাতে এক কোটি ৩২ লাখেরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে; যার বেশিরভাগই অবৈধ।

সূত্র: আরব নিউজ