ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাখার নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক জুনায়েত শেখ।

 

রোববার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা মাঠ) ইংরেজি ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় কিছু সময় পরে সেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং নতুন করে মারামারি শুরু হয়।

এ সময় ঘটনাটি ভিডিও করতে যান সাংবাদিক জুনায়েত শেখ। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে অতর্কিতভাবে আক্রমণ করেন এবং তার মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।

হামলায় বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন সাংবাদিক জুনায়েত। পরে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ এবং স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

প্রকাশিত: ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাখার নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক জুনায়েত শেখ।

 

রোববার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা মাঠ) ইংরেজি ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় কিছু সময় পরে সেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং নতুন করে মারামারি শুরু হয়।

এ সময় ঘটনাটি ভিডিও করতে যান সাংবাদিক জুনায়েত শেখ। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে অতর্কিতভাবে আক্রমণ করেন এবং তার মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।

হামলায় বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন সাংবাদিক জুনায়েত। পরে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ এবং স্বাভাবিক রয়েছে।