ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

আখতারকে উপদেষ্টা পরিষদে নিয়োগ না দিলে সড়ক-রেলপথ অবরোধ করা হবে

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আখতার হোসেনসহ রংপুর ও রাজশাহী বিভাগ থেকে পাঁচ জনকে নিয়োগের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সঙ্গে এই দুই বিভাগ থেকে উপদেষ্টা পরিষদে কাউকে না রাখায় প্রতিবাদ জানানো হয়েছে। তাদের দাবি মেনে নেওয়া না হলে রাজপথ-রেলপথ ব্লকেডসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে রংপুর নগরী থেকে মিছিল নিয়ে আড়াই কিলোমিটার দূরে রংপুর নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

 

তারা মহাসড়কে শুয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে রংপুরের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়ে একাত্মতা ঘোষণা করেন। অবরোধ করার কারণে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

 

ছাত্র নেতৃবৃন্দ অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস রংপুরে এসে বলেছিলেন, আবু সাঈদের রংপুরের মানুষ আর কখনও বৈষম্যের শিকার হবে না। তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার উপদেষ্টা পরিষদে রংপুরসহ উত্তরাঞ্চলের একজন প্রতিনিধি নেননি। এ অঞ্চলের একজনকেও উপদেষ্টা পরিষদে রাখা হয়নি- এটা খুবই দুঃখজনক। অথচ একটি বিভাগ থেকেই ১৩ জনকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে।

 

তারা আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম ‘মাস্টারমাইন্ড’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক নেতা আখতার হোসেনকে উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া হয়নি। রংপুরের সন্তান বলেই তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে- এটা রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষকে চরমভাবে বিক্ষুব্ধ করেছে।

 

তারা অবিলম্বে আখতার হোসেনসহ উত্তরাঞ্চল থেকে পাঁচ জনকে উপদেষ্টা পরিষদে নেওয়ার দাবি জানান। তাদের অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলন করলো রংপুরের মানুষ, থম রক্ত দিলো আবু সাঈদ। তার আত্মদানের দৃশ্য সারা বিশ্ব দেখলো- যার কারণে আজ দ্বিতীয় স্বাধীনতা, সেই আবু সাঈদের রংপুরকে চরমভাবে বৈষম্যের শিকার বানানো হচ্ছে।

 

তারা আরও বলেন, আবু সাঈদ নিহত না হলে আজকে দ্বিতীয় স্বাধীনতা আসতো না। আন্দোলনের সুতিকাগার রংপুর, আর ১৩ জন উপদেষ্টা পরিষদে জায়গা পেলো এক বিভাগ থেকে- এ কেমন বিচার? অবিলম্বে দাবি পূরণ করা না হলে রংপুরসহ পুরো উত্তরাঞ্চলের রাজপথ ও রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে। পরে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

 

অবরোধ চলাকালে সমাবেশে বক্তব্য দেন রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহামেদ, ইমতিয়াজ ইমতি, সাজ্জাদ হোসেন, ডা. জামিল, নাহিদ হাসান খন্দকার, হামিম মোন্তাজির প্রমুখ।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

আখতারকে উপদেষ্টা পরিষদে নিয়োগ না দিলে সড়ক-রেলপথ অবরোধ করা হবে

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আখতার হোসেনসহ রংপুর ও রাজশাহী বিভাগ থেকে পাঁচ জনকে নিয়োগের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই সঙ্গে এই দুই বিভাগ থেকে উপদেষ্টা পরিষদে কাউকে না রাখায় প্রতিবাদ জানানো হয়েছে। তাদের দাবি মেনে নেওয়া না হলে রাজপথ-রেলপথ ব্লকেডসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে রংপুর নগরী থেকে মিছিল নিয়ে আড়াই কিলোমিটার দূরে রংপুর নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

 

তারা মহাসড়কে শুয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে রংপুরের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়ে একাত্মতা ঘোষণা করেন। অবরোধ করার কারণে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

 

ছাত্র নেতৃবৃন্দ অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস রংপুরে এসে বলেছিলেন, আবু সাঈদের রংপুরের মানুষ আর কখনও বৈষম্যের শিকার হবে না। তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার উপদেষ্টা পরিষদে রংপুরসহ উত্তরাঞ্চলের একজন প্রতিনিধি নেননি। এ অঞ্চলের একজনকেও উপদেষ্টা পরিষদে রাখা হয়নি- এটা খুবই দুঃখজনক। অথচ একটি বিভাগ থেকেই ১৩ জনকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে।

 

তারা আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম ‘মাস্টারমাইন্ড’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক নেতা আখতার হোসেনকে উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া হয়নি। রংপুরের সন্তান বলেই তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে- এটা রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষকে চরমভাবে বিক্ষুব্ধ করেছে।

 

তারা অবিলম্বে আখতার হোসেনসহ উত্তরাঞ্চল থেকে পাঁচ জনকে উপদেষ্টা পরিষদে নেওয়ার দাবি জানান। তাদের অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলন করলো রংপুরের মানুষ, থম রক্ত দিলো আবু সাঈদ। তার আত্মদানের দৃশ্য সারা বিশ্ব দেখলো- যার কারণে আজ দ্বিতীয় স্বাধীনতা, সেই আবু সাঈদের রংপুরকে চরমভাবে বৈষম্যের শিকার বানানো হচ্ছে।

 

তারা আরও বলেন, আবু সাঈদ নিহত না হলে আজকে দ্বিতীয় স্বাধীনতা আসতো না। আন্দোলনের সুতিকাগার রংপুর, আর ১৩ জন উপদেষ্টা পরিষদে জায়গা পেলো এক বিভাগ থেকে- এ কেমন বিচার? অবিলম্বে দাবি পূরণ করা না হলে রংপুরসহ পুরো উত্তরাঞ্চলের রাজপথ ও রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে। পরে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

 

অবরোধ চলাকালে সমাবেশে বক্তব্য দেন রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহামেদ, ইমতিয়াজ ইমতি, সাজ্জাদ হোসেন, ডা. জামিল, নাহিদ হাসান খন্দকার, হামিম মোন্তাজির প্রমুখ।