বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ সদর উপজেলা বৌলাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার রাত সাড়ে ৯টায় র্যাব-১৪ উপজেলাস্থ বৌলাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে কটকেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলাকারী মামলার এজাহার নামীয় আসামি হিসেবে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প কর্তৃক গ্রেফতার করা হয়। সোহাগকে গ্রেফতারে সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটি এম আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।