ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

২ জোড়া বাড়িয়ে চবির শাটলে নতুন শিডিউল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ রেলওয়ে চলমান ৭ জোড়া শাটল ট্রেনের সাথে আরও ২ জোড়া শাটল বৃদ্ধি করেছেন। মোট ৯ জোড়া শাটল পরিচালনার জন্য নতুন সময়সূচি ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ খোলার দিনগুলোতে চবির শাটল ট্রেন ৯ বার ক্যাম্পাসে আসা–যাওয়া করবে। তবে বন্ধের দিনগুলোতে আগের মতো তিন জোড়া শাটল চলাচল করবে। আজ থেকে নতুন শিডিউলে শাটল চলবে। এই দুইজোড়া শাটলে আট হাজারের মতো শিক্ষার্থীর যাতায়াতের সুযোগ বাড়ছে বলে জানান প্রক্টর।

বিশ্ববিদ্যালয়ের ৯ জোড়া শাটল ট্রেনের নতুন সময়সূচি হলো, খোলার দিনগুলোতে শাটল ট্রেন শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিট, ৭টা ৪০ মিনিটে নগরীর বটতলী স্টেশন থেকে এবং ৯টা ৪৫ মিনিট, ১০টা ১৫ মিনিট, ১১টা ৩০ মিনিটে নগরীর ষোলশহর স্টেশন থেকে ছাড়বে। এছাড়া দুপুর ২টা ৩০ মিনিট, বিকাল ৩টা ৩০ মিনিট, বিকাল ৫টা এবং রাত ৮টা ৩০ মিনিট নগরীর বটতলী স্টেশন থেকে ছাড়বে। অপরদিকে ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্য সকাল ৮টা ৪০ মিনিট, ৯ টা ৫ মিনিট এবং ১০টা ৩০ মিনিটে ছেড়ে নগরীর ষোলশহর স্টেশন পর্যন্ত যাবে। এছাড়া দুপুর ১টা, দুপুর ২টা, বিকাল ৩টা ৩৫ মিনিট, বিকাল ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৬টা ২০ মিনিট এবং রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে শাটল ট্রেন নগরীর বটতলী স্টেশন পর্যন্ত পৌঁছাবে।

 

বন্ধের দিনগুলোতে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিট, বিকাল ৩টা ৩০ মিনিট এবং রাত ৮টা ৩০ মিনিটে। অপরদিকে ক্যাম্পাস থেকে শহরে উদ্দ্যেশে সকাল ৯টা ৫ মিনিটে, বিকাল ৪টা ৪০ মিনিট এবং রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে নগরীর বটতলী স্টেশন পর্যন্ত পৌঁছাবে।

 

এই সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর হায়দার আরিফ বলেন, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটলের নতুন যে সময়সূচি প্রকাশ করা হয়েছে আশা করি শিক্ষার্থীদের উপকার হবে। এই রেললাইনে আরও অনেক রেল যাতায়াত করে। সব কিছু মিলিয়ে আমাদেরকে আরও দুইজোড়া শাটলের সিডিউল বাড়িয়ে দিয়েছে এটাই অনেক। এই দুইজোড়া শাটলে অন্তত আট হাজারের মত শিক্ষার্থীর যাতায়াতের সুযোগ বাড়ছে। তবুও আমরা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কাজ করতেছি। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মধ্যে আলোচনা সবসময় চলমান থাকবে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

২ জোড়া বাড়িয়ে চবির শাটলে নতুন শিডিউল

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ রেলওয়ে চলমান ৭ জোড়া শাটল ট্রেনের সাথে আরও ২ জোড়া শাটল বৃদ্ধি করেছেন। মোট ৯ জোড়া শাটল পরিচালনার জন্য নতুন সময়সূচি ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ খোলার দিনগুলোতে চবির শাটল ট্রেন ৯ বার ক্যাম্পাসে আসা–যাওয়া করবে। তবে বন্ধের দিনগুলোতে আগের মতো তিন জোড়া শাটল চলাচল করবে। আজ থেকে নতুন শিডিউলে শাটল চলবে। এই দুইজোড়া শাটলে আট হাজারের মতো শিক্ষার্থীর যাতায়াতের সুযোগ বাড়ছে বলে জানান প্রক্টর।

বিশ্ববিদ্যালয়ের ৯ জোড়া শাটল ট্রেনের নতুন সময়সূচি হলো, খোলার দিনগুলোতে শাটল ট্রেন শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিট, ৭টা ৪০ মিনিটে নগরীর বটতলী স্টেশন থেকে এবং ৯টা ৪৫ মিনিট, ১০টা ১৫ মিনিট, ১১টা ৩০ মিনিটে নগরীর ষোলশহর স্টেশন থেকে ছাড়বে। এছাড়া দুপুর ২টা ৩০ মিনিট, বিকাল ৩টা ৩০ মিনিট, বিকাল ৫টা এবং রাত ৮টা ৩০ মিনিট নগরীর বটতলী স্টেশন থেকে ছাড়বে। অপরদিকে ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্য সকাল ৮টা ৪০ মিনিট, ৯ টা ৫ মিনিট এবং ১০টা ৩০ মিনিটে ছেড়ে নগরীর ষোলশহর স্টেশন পর্যন্ত যাবে। এছাড়া দুপুর ১টা, দুপুর ২টা, বিকাল ৩টা ৩৫ মিনিট, বিকাল ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৬টা ২০ মিনিট এবং রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে শাটল ট্রেন নগরীর বটতলী স্টেশন পর্যন্ত পৌঁছাবে।

 

বন্ধের দিনগুলোতে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিট, বিকাল ৩টা ৩০ মিনিট এবং রাত ৮টা ৩০ মিনিটে। অপরদিকে ক্যাম্পাস থেকে শহরে উদ্দ্যেশে সকাল ৯টা ৫ মিনিটে, বিকাল ৪টা ৪০ মিনিট এবং রাত ৯টা ৪৫ মিনিটে ছেড়ে নগরীর বটতলী স্টেশন পর্যন্ত পৌঁছাবে।

 

এই সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর হায়দার আরিফ বলেন, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটলের নতুন যে সময়সূচি প্রকাশ করা হয়েছে আশা করি শিক্ষার্থীদের উপকার হবে। এই রেললাইনে আরও অনেক রেল যাতায়াত করে। সব কিছু মিলিয়ে আমাদেরকে আরও দুইজোড়া শাটলের সিডিউল বাড়িয়ে দিয়েছে এটাই অনেক। এই দুইজোড়া শাটলে অন্তত আট হাজারের মত শিক্ষার্থীর যাতায়াতের সুযোগ বাড়ছে। তবুও আমরা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কাজ করতেছি। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মধ্যে আলোচনা সবসময় চলমান থাকবে।