ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

নাফনদী থেকে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড গুলিসহ ৩ জন রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে বিজিবির সদস্যরা।

তারা হলেন-টেকনাফ ২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পের নূর মোহাম্মদের ছেলে মো. ইয়াছিন (২৯), উখিয়ার ১৫ নম্বর জামতলি ক্যাম্পের আবু আহমেদের ছেলে মো. এনায়েতুল্লাহ (২৬) ও একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে মো. আলম (২৩)।

বুধবার (৩০ অক্টোবর) রাতে টেকনাফের লেদা নাফনদী এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

অধিনায়ক বলেন, গোপন সংবাদে খবর ছিল ৩০ অক্টোবর রাতে লেদা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে নাফনদী পেরিয়ে লেদা খালেরমুখ দিয়ে নৌকায় কিছু ডাকাত দলের সদস্য টেকনাফ শহরের ঢুকবে।

এমন তথ্যে লেদা বিওপির নৌ-টহলদল নাফনদীর কিনারায় অবস্থান নেয়। এ সময় ৩ ব্যক্তি নৌকা করে নাফনদী দিয়ে টেকনাফ শহরের দিকে আসলে বিজিবির নৌ টহলদল তাদেরকে ঘেরাও করে গ্রেফতার করতে সক্ষম হয়।

অধিনায়ক আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের তল্লাশি করলে তাদের কাছ থেকে ১ টি দেশিয় তৈরী এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বলেন, বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ি-ঘরে তারা ডাকাতি করেন। পরে গ্রেফতার ডাকাত দলের সদস্যদেরকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

নাফনদী থেকে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড গুলিসহ ৩ জন রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে বিজিবির সদস্যরা।

তারা হলেন-টেকনাফ ২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পের নূর মোহাম্মদের ছেলে মো. ইয়াছিন (২৯), উখিয়ার ১৫ নম্বর জামতলি ক্যাম্পের আবু আহমেদের ছেলে মো. এনায়েতুল্লাহ (২৬) ও একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে মো. আলম (২৩)।

বুধবার (৩০ অক্টোবর) রাতে টেকনাফের লেদা নাফনদী এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

অধিনায়ক বলেন, গোপন সংবাদে খবর ছিল ৩০ অক্টোবর রাতে লেদা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে নাফনদী পেরিয়ে লেদা খালেরমুখ দিয়ে নৌকায় কিছু ডাকাত দলের সদস্য টেকনাফ শহরের ঢুকবে।

এমন তথ্যে লেদা বিওপির নৌ-টহলদল নাফনদীর কিনারায় অবস্থান নেয়। এ সময় ৩ ব্যক্তি নৌকা করে নাফনদী দিয়ে টেকনাফ শহরের দিকে আসলে বিজিবির নৌ টহলদল তাদেরকে ঘেরাও করে গ্রেফতার করতে সক্ষম হয়।

অধিনায়ক আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের তল্লাশি করলে তাদের কাছ থেকে ১ টি দেশিয় তৈরী এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বলেন, বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ি-ঘরে তারা ডাকাতি করেন। পরে গ্রেফতার ডাকাত দলের সদস্যদেরকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।