ঘোষণা করা হয়েছে ২০২৫ সালের হজ প্যাকেজ। এতে গত বছরের চেয়ে হজের খরচ কম ধরা হয়েছে প্রায় লাখ খানেক টাকা! বিগত বছরগুলোর মতোই এ বছরেও সরকারি খরচে দুইটি প্যাকেজ গ্রহণ করা যাবে।
তন্মধ্যে এক লাখ নয় হাজার টাকা কমিয়ে হজ প্যাকেজ-১ এর মূল্য ৪,৭৮,২৪২ টাকা এবং হজ প্যাকেজ-২ এর মূল্য ৫,৭৫,৬৮০ টাকা। এবং এক লাখ ছয় হাজার টাকা কমিয়ে বেসরকারি খরচে হজ প্যাকেজ পাওয়া যাবে ৪ লাখ ৮৩ হাজারে।
বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে হজ প্যাকেজের খরচ, সংশ্লিষ্ট সুযোগ সুবিধাসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
২০২৫ সালে হজ অনুষ্ঠিত হবে জুন মাসে। এ বছর বাংলাদেশী হজযাত্রীদের কোটা ১,২৭,১৯৮ জন। উল্লেখ্য, চলতি বছর হজে খরচ হয়েছে প্রায় ৬ লাখ টাকা। খরচ এত বেশি বেড়ে যাওয়ায় চলতি বছর কোটার চেয়ে ৪১ হাজার ৯৪১ জন কম যাত্রী হজে গিয়েছেন।
খরচ বৃদ্ধির কারণ হিসেবে বিমান ভাড়া বৃদ্ধিকে দায়ী করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভাড়া কমানো হয়েছে বলেও মন্তব্য করেন ধর্ম মন্ত্রণালয়। এমনকি পানিপথে হজে যাওয়ার সম্ভাবনা নিয়েও জল্পনা কল্পনা চলছে।