ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

হজের খরচ কমলো লাখ খানেক টাকা!

ঘোষণা করা হয়েছে ২০২৫ সালের হজ প্যাকেজ। এতে গত বছরের চেয়ে হজের খরচ কম ধরা হয়েছে প্রায় লাখ খানেক টাকা! বিগত বছরগুলোর মতোই এ বছরেও সরকারি খরচে দুইটি প্যাকেজ গ্রহণ করা যাবে।

 

 

তন্মধ্যে এক লাখ নয় হাজার টাকা কমিয়ে হজ প্যাকেজ-১ এর মূল্য ৪,৭৮,২৪২ টাকা এবং হজ প্যাকেজ-২ এর মূল্য ৫,৭৫,৬৮০ টাকা। এবং এক লাখ ছয় হাজার টাকা কমিয়ে বেসরকারি খরচে হজ প্যাকেজ পাওয়া যাবে ৪ লাখ ৮৩ হাজারে।

 

 

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম‌সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে হজ প্যাকেজের খরচ, সংশ্লিষ্ট সুযোগ সুবিধাসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

 

২০২৫ সালে হজ অনুষ্ঠিত হবে জুন মাসে। এ বছর বাংলাদেশী হজযাত্রীদের কোটা ১,২৭,১৯৮ জন। উল্লেখ্য, চলতি বছর হজে খরচ হয়েছে প্রায় ৬ লাখ টাকা। খরচ এত বেশি বেড়ে যাওয়ায় চলতি বছর কোটার চেয়ে ৪১ হাজার ৯৪১ জন কম যাত্রী হজে গিয়েছেন।

 

খরচ বৃদ্ধির কারণ হিসেবে বিমান ভাড়া বৃদ্ধিকে দায়ী করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভাড়া কমানো হয়েছে বলেও মন্তব্য করেন ধর্ম মন্ত্রণালয়। এমনকি পানিপথে হজে যাওয়ার সম্ভাবনা নিয়েও জল্পনা কল্পনা চলছে।

 

 

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

হজের খরচ কমলো লাখ খানেক টাকা!

প্রকাশিত: ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

ঘোষণা করা হয়েছে ২০২৫ সালের হজ প্যাকেজ। এতে গত বছরের চেয়ে হজের খরচ কম ধরা হয়েছে প্রায় লাখ খানেক টাকা! বিগত বছরগুলোর মতোই এ বছরেও সরকারি খরচে দুইটি প্যাকেজ গ্রহণ করা যাবে।

 

 

তন্মধ্যে এক লাখ নয় হাজার টাকা কমিয়ে হজ প্যাকেজ-১ এর মূল্য ৪,৭৮,২৪২ টাকা এবং হজ প্যাকেজ-২ এর মূল্য ৫,৭৫,৬৮০ টাকা। এবং এক লাখ ছয় হাজার টাকা কমিয়ে বেসরকারি খরচে হজ প্যাকেজ পাওয়া যাবে ৪ লাখ ৮৩ হাজারে।

 

 

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম‌সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে হজ প্যাকেজের খরচ, সংশ্লিষ্ট সুযোগ সুবিধাসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

 

২০২৫ সালে হজ অনুষ্ঠিত হবে জুন মাসে। এ বছর বাংলাদেশী হজযাত্রীদের কোটা ১,২৭,১৯৮ জন। উল্লেখ্য, চলতি বছর হজে খরচ হয়েছে প্রায় ৬ লাখ টাকা। খরচ এত বেশি বেড়ে যাওয়ায় চলতি বছর কোটার চেয়ে ৪১ হাজার ৯৪১ জন কম যাত্রী হজে গিয়েছেন।

 

খরচ বৃদ্ধির কারণ হিসেবে বিমান ভাড়া বৃদ্ধিকে দায়ী করেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভাড়া কমানো হয়েছে বলেও মন্তব্য করেন ধর্ম মন্ত্রণালয়। এমনকি পানিপথে হজে যাওয়ার সম্ভাবনা নিয়েও জল্পনা কল্পনা চলছে।