বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সব মহানগর ও জেলায় নতুন আমিরদের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে নতুন আমিরদের নাম ঘোষণা করা হয়। ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদের ওই বৈঠকে নতুন আমিরদের নাম ঘোষণা করেন দলের আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, সাড়ে ১৫ বছর ধরে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে। হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এখনো অনেকে চিকিৎসাধীন। চিকিৎসা চলা অবস্থায় অনেকের মৃত্যু হচ্ছে। তিনি হতাহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।