ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কয়রায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

Oplus_131072

খুলনার কয়রায় কপোতাক্ষ নদের দশহালিয়া গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ১৩-১৪/২ নম্বর পোল্ডারের পুরানো মসজিদের সামনের বেড়িবাঁধের ২৫০ মিটার অংশ নদে ধসে পড়েছে। ভাঙনে হুমকিতে পড়েছে বাঁধসংলগ্ন গ্রামসহ প্রায় ১০ হাজার মানুষ। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

দ্রুত ভাঙনরোধে অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ব্যবস্থা না নেয়া হলে প্রায় দুই হাজার একর আমনের ক্ষেতসহ অসংখ্য মাছের ঘের নদের লোনা পানিতে ডুবে যাওয়ায় আশঙ্কা করছেন স্থানীয় অধিবাসীরা।

 

বৃহস্পতিবার সকালে বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা গেছে, ঐ স্থানের বেড়িবাঁধ হঠাৎ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। দুই এক হাত ছাড়া অন্যান্য বাঁধ নদীতে ডুবে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল হোসেন বলেন, দ্রুত বেড়িবাঁধ সংস্কার করা না হলে ঐ স্থান ভেঙে গিয়ে দশহালিয়া গ্রামসহ পার্শ্ববর্তী গোবিন্দপুর, আটরা, সিমলারআইট, মেঘেরআইট, কালনা, লোকাসহ আরও অনেক গ্রাম লোনা পানিতে প্লাবিত হবে। এতে করে প্রায় ১০ হাজার মানুষ পান্দিবন্দিসহ চলতি আমন মৌসুমের ধান এবং অসংখ্য মৎস্য ঘের ক্ষতি হবে। এছাড়া দশহালিয়া গ্রামের দক্ষিণ পাশের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। সেখানেও কাজ করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সেখানে ভাঙনরোধে কাজ করা চলছে।

 

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কয়রায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

খুলনার কয়রায় কপোতাক্ষ নদের দশহালিয়া গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ১৩-১৪/২ নম্বর পোল্ডারের পুরানো মসজিদের সামনের বেড়িবাঁধের ২৫০ মিটার অংশ নদে ধসে পড়েছে। ভাঙনে হুমকিতে পড়েছে বাঁধসংলগ্ন গ্রামসহ প্রায় ১০ হাজার মানুষ। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

দ্রুত ভাঙনরোধে অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ব্যবস্থা না নেয়া হলে প্রায় দুই হাজার একর আমনের ক্ষেতসহ অসংখ্য মাছের ঘের নদের লোনা পানিতে ডুবে যাওয়ায় আশঙ্কা করছেন স্থানীয় অধিবাসীরা।

 

বৃহস্পতিবার সকালে বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা গেছে, ঐ স্থানের বেড়িবাঁধ হঠাৎ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। দুই এক হাত ছাড়া অন্যান্য বাঁধ নদীতে ডুবে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল হোসেন বলেন, দ্রুত বেড়িবাঁধ সংস্কার করা না হলে ঐ স্থান ভেঙে গিয়ে দশহালিয়া গ্রামসহ পার্শ্ববর্তী গোবিন্দপুর, আটরা, সিমলারআইট, মেঘেরআইট, কালনা, লোকাসহ আরও অনেক গ্রাম লোনা পানিতে প্লাবিত হবে। এতে করে প্রায় ১০ হাজার মানুষ পান্দিবন্দিসহ চলতি আমন মৌসুমের ধান এবং অসংখ্য মৎস্য ঘের ক্ষতি হবে। এছাড়া দশহালিয়া গ্রামের দক্ষিণ পাশের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। সেখানেও কাজ করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সেখানে ভাঙনরোধে কাজ করা চলছে।