ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চালু করা হয়েছে ‘জনতার বাজার’

দ্রব্যমূল্যের দাম যেন কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটে বেড়ে যাচ্ছে বিভিন্ন পণ্যের দাম। তাই জনগণের দুর্ভোগ কমাতে ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহে নাটোরে স্বার্থরক্ষা কমিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চালু করা হয়েছে ‘জনতার বাজার’।

আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই জনতার বাজারের কার্যক্রম শুরু হয়। এ জনতার বাজার বুধবার ও বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

এই বাজারে স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে সব ধরনের শাক-সবজি, ডিম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। বাজার শুরুর প্রায় কয়েক ঘণ্টার মধ্যে সব পণ্য বিক্রি শেষ হয়ে যায়। এতে করে সাধারণ মানুষরা কিছুটা কম মূল্যে এসব পণ্য ক্রয় করতে পেরেছেন।

আজ সকালে জনতার বাজারে গিয়ে দেখা গেল, সেখানে চাল, ডিম, আলু, কচু, বেগুন, লাউ, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা ও বিভিন্ন ধরনের শাক বিক্রি হচ্ছে। এখানে প্রতিকেজি চালের দাম ৪৫ টাকা, বেগুন ৫৫ টাকা, আলু ৫৪ টাকা, পেঁয়াজ ১৩০ টাকা ও প্রতি হালি ডিম ৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

সেখানে বাজার করতে আসা জোসেফ হায়দার বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। বাজারে যেখানে বেশি দামে সবজি বিক্রি হচ্ছে, সেখানে এই ছেলেরা আমাদের জন্য ৫-১০ টাকা কমে এসব পণ্য বিক্রি করছেন। বর্তমানে প্রতিটা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। এখন আমরা কিছুটা হলেও স্বস্তি পাবো।

স্বার্থরক্ষা কমিটির আহ্বায়ক শেখ রিফাত মাহমুদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। তাই বাজারের সিন্ডিকেট ভাঙতে আমরা এই জনতার বাজারের কার্যক্রম শুরু করেছি। সপ্তাহে দু’দিন বুধবার ও বৃহস্পতিবার খোলা থাকবে। সামনে আরও এক দিন এ কার্যক্রম বাড়ানোর চিন্তা রয়েছে আমাদের।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চালু করা হয়েছে ‘জনতার বাজার’

প্রকাশিত: ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

দ্রব্যমূল্যের দাম যেন কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটে বেড়ে যাচ্ছে বিভিন্ন পণ্যের দাম। তাই জনগণের দুর্ভোগ কমাতে ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহে নাটোরে স্বার্থরক্ষা কমিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চালু করা হয়েছে ‘জনতার বাজার’।

আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই জনতার বাজারের কার্যক্রম শুরু হয়। এ জনতার বাজার বুধবার ও বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

এই বাজারে স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে সব ধরনের শাক-সবজি, ডিম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। বাজার শুরুর প্রায় কয়েক ঘণ্টার মধ্যে সব পণ্য বিক্রি শেষ হয়ে যায়। এতে করে সাধারণ মানুষরা কিছুটা কম মূল্যে এসব পণ্য ক্রয় করতে পেরেছেন।

আজ সকালে জনতার বাজারে গিয়ে দেখা গেল, সেখানে চাল, ডিম, আলু, কচু, বেগুন, লাউ, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা ও বিভিন্ন ধরনের শাক বিক্রি হচ্ছে। এখানে প্রতিকেজি চালের দাম ৪৫ টাকা, বেগুন ৫৫ টাকা, আলু ৫৪ টাকা, পেঁয়াজ ১৩০ টাকা ও প্রতি হালি ডিম ৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

সেখানে বাজার করতে আসা জোসেফ হায়দার বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। বাজারে যেখানে বেশি দামে সবজি বিক্রি হচ্ছে, সেখানে এই ছেলেরা আমাদের জন্য ৫-১০ টাকা কমে এসব পণ্য বিক্রি করছেন। বর্তমানে প্রতিটা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। এখন আমরা কিছুটা হলেও স্বস্তি পাবো।

স্বার্থরক্ষা কমিটির আহ্বায়ক শেখ রিফাত মাহমুদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। তাই বাজারের সিন্ডিকেট ভাঙতে আমরা এই জনতার বাজারের কার্যক্রম শুরু করেছি। সপ্তাহে দু’দিন বুধবার ও বৃহস্পতিবার খোলা থাকবে। সামনে আরও এক দিন এ কার্যক্রম বাড়ানোর চিন্তা রয়েছে আমাদের।