ভারতে অবস্থান করে এবার প্রবাসী সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি বেসরকারি টিভি চ্যানেলের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শেখ পরিবারের সদস্য শেখ রুবেল। তিনিও পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।
শেখ রুবেল জানান, শেখ হাসিনাকে প্রধান করে শিগগিরই ভারতে প্রবাসী সরকার গঠন করবে আওয়ামী লীগ।
তিনি আরো বলেন, ‘রবিবার ভারতে আমাদের একটি অনলাইন মিটিং হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয় প্রবাসী সরকার গঠনের, যার প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
প্রবাসী সরকার প্রসঙ্গে ভারত সরকারের অনুমতি আছে কি না এমন প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান শেখ পরিবারের এই সদস্য। তিনি বলেন, ‘দেখেন, তাদের সহযোগিতা ছাড়া আমাদের কোনো কিছুই করা সম্ভব না। তবে দুই দেশের সুসম্পর্ক যেন বজায় থাকে সেজন্যে আমরা কৌশলে এগিয়ে যাচ্ছি।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনার সরকারের। পরে একটি সামরিক উড়োজাহাজে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা।
এদিকে পালানোর দুই মাস পর শেখ হাসিনা পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আসে প্রবাসী সরকার গঠনের পাঁয়তারা করছে আওয়ামী লীগ। এ খবরে ছাত্র আন্দোলনের নেতারা গত শনিবার ছুটে যান কুমিল্লায়, করেন বিক্ষোভ।
সেদিন মিছিলে যোগ দিয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘খুনি হাসিনা ভারতের ত্রিপুরায় বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ কারণে আমরা কুমিল্লাবাসী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বিক্ষোভ