ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
মেজর জেনারেলের মন্তব্য নিয়ে বাংলাদেশ সরকারের স্পষ্ট বার্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠনের উদ্যোগ গণমাধ্যমে হস্তক্ষেপ নেই, মুক্ত সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা পুনরায় সক্রিয় হচ্ছে পুলিশ, হুমকি মনে করছে না সরকার: স্বরাষ্ট্র সচিব সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক ঘাটতিতে বাড়ছে মৃত্যু ঝুঁকি দিনাজপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করল নভোএয়ার আল্লামা সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন মুন্সীগঞ্জে আলু সংরক্ষণের বিকল্প আশা: বিদ্যুৎবিহীন অহিমায়িত মডেল ঘর

এখনো ভিসা হয়নি ১৪ হাজারের বেশি হজযাত্রীর

পবিত্র হজের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে যাচ্ছেন। অথচ বাংলাদেশের ১৪ হাজারের বেশি হজযাত্রীর এখনো ভিসা কার্যক্রম শেষ হয়নি। এসব হজযাত্রী এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এ পর্যন্ত সৌদি আরবের উদ্দেশে ১৫ হাজার ১৫৪ জন ঢাকা ছেড়েছেন। এর মধ্যে একজন হজযাত্রী মারা গেছেন। তার নাম খলিলুর রহমান। বাড়ি রাজবাড়ীর পাংশায়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১০০ জন হজ করার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ১৫ হাজার ১৫৪ জন হজযাত্রী সৌদি আরব গমন করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গিয়েছেন ৬ হাজার ২০২ জন, সৌদি এয়ারলাইনসে ৪ হাজার ৮৫৮ জন এবং ফ্লাই নাস এয়ারলাইনসে গিয়েছেন ৪ হাজার ৯৪ জন। তিনটি বিমান সংস্থার ৩৭টি ফ্লাইট এসব যাত্রী নিয়ে সৌদি আরব গমন করে।

২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এ পর্যন্ত ৩৭টি ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সংখ্যা ১৫টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১২টি। এছাড়া ফ্লাই নাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০টি।

হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করতে এ বছর হাজিদের জন্য লাব্বাইক নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যেখানে যোগাযোগ সুবিধাসহ প্রয়োজনীয় বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া হাজিদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিমের রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে। ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয়

মেজর জেনারেলের মন্তব্য নিয়ে বাংলাদেশ সরকারের স্পষ্ট বার্তা

এখনো ভিসা হয়নি ১৪ হাজারের বেশি হজযাত্রীর

প্রকাশিত: ১২ ঘন্টা আগে

পবিত্র হজের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে যাচ্ছেন। অথচ বাংলাদেশের ১৪ হাজারের বেশি হজযাত্রীর এখনো ভিসা কার্যক্রম শেষ হয়নি। এসব হজযাত্রী এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এ পর্যন্ত সৌদি আরবের উদ্দেশে ১৫ হাজার ১৫৪ জন ঢাকা ছেড়েছেন। এর মধ্যে একজন হজযাত্রী মারা গেছেন। তার নাম খলিলুর রহমান। বাড়ি রাজবাড়ীর পাংশায়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১০০ জন হজ করার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ১৫ হাজার ১৫৪ জন হজযাত্রী সৌদি আরব গমন করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গিয়েছেন ৬ হাজার ২০২ জন, সৌদি এয়ারলাইনসে ৪ হাজার ৮৫৮ জন এবং ফ্লাই নাস এয়ারলাইনসে গিয়েছেন ৪ হাজার ৯৪ জন। তিনটি বিমান সংস্থার ৩৭টি ফ্লাইট এসব যাত্রী নিয়ে সৌদি আরব গমন করে।

২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এ পর্যন্ত ৩৭টি ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সংখ্যা ১৫টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১২টি। এছাড়া ফ্লাই নাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০টি।

হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করতে এ বছর হাজিদের জন্য লাব্বাইক নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যেখানে যোগাযোগ সুবিধাসহ প্রয়োজনীয় বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। এছাড়া হাজিদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিমের রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে। ৩১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।