ঢাকা , শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীর আরিফুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তি খুনের ঘটনায় পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব-১ ও র‍্যাব-১৫। আসামির নাম ওমর ফারুক (৩০)। বৃহস্পতিবার (১ মে) অভিযান চালিয়ে তাকে কক্সবাজার থেকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

 

শুক্রবার (২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।

 

 

র‍্যাব জানিয়েছে, আরিফুল ইসলামের সাথে অভিযুক্ত ওমর ফারুক এর টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ হয়। পরবর্তীতে গত ২৭ এপ্রিল গ্রেফতারকৃত ওমর ফারুকের বাড়িতে নিহতের পরিবারের সাথে পৈত্রিক জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তাদের চিৎকার শুনে আরিফুল ঘটনাস্থলে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে ওমর ফারুক তার হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে তার বাম তলপেটে ছুরিকাঘাত করেন। এছাড়াও তাকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এসময় আশেপাশের লোকজন আরিফুলকে গুরুত্বর অবস্থায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু ২৮ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় ৩০ এপ্রিল টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়। সেই মামলায় ফারুককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

টঙ্গীর আরিফুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ১২ ঘন্টা আগে

গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তি খুনের ঘটনায় পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব-১ ও র‍্যাব-১৫। আসামির নাম ওমর ফারুক (৩০)। বৃহস্পতিবার (১ মে) অভিযান চালিয়ে তাকে কক্সবাজার থেকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

 

শুক্রবার (২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।

 

 

র‍্যাব জানিয়েছে, আরিফুল ইসলামের সাথে অভিযুক্ত ওমর ফারুক এর টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ হয়। পরবর্তীতে গত ২৭ এপ্রিল গ্রেফতারকৃত ওমর ফারুকের বাড়িতে নিহতের পরিবারের সাথে পৈত্রিক জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তাদের চিৎকার শুনে আরিফুল ঘটনাস্থলে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে ওমর ফারুক তার হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে তার বাম তলপেটে ছুরিকাঘাত করেন। এছাড়াও তাকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এসময় আশেপাশের লোকজন আরিফুলকে গুরুত্বর অবস্থায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু ২৮ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় ৩০ এপ্রিল টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়। সেই মামলায় ফারুককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।