ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ঢাকাসহ ১২ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের আশঙ্কা টঙ্গীর আরিফুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২ সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত, ঢাকায় মহাসমাবেশ শনিবার ফিলিপাইনে টোল গেটে একাধিক গাড়িকে বাসের ধাক্কা, নিহত ১০ ভারত-পাকিস্তান অস্থিরতা রোহিতদের বাংলাদেশে পাঠাতে চায় না ভারত নারীবিষয়ক সংস্কার প্রস্তাব বাতিলের দাবি হেফাজতের, দেশ অচলের হুঁশিয়ারি সুনামগঞ্জ সীমান্ত কোরবানির ঈদ সামনে রেখে চোরাইপথে আসছে গরু তিন মাসে সাড়ে চারশ গরু জব্দ একই ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ! জেনে নিন সহজ পদ্ধতি পাকিস্তানের আকাশসীমা বন্ধে চরম ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া, বছরে বাড়তি খরচ প্রায় ৬০০ মিলিয়ন ডলার

সাত কলেজ নিয়ে করণীয় জানিয়ে ইউজিসিকে ঢাবির চিঠি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিসহ প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা স্পষ্ট করে সাতটি করণীয় তুলে ধরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

 

বুধবার (৩০ এপ্রিল) ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে এ চিঠি দেন।

 

চিঠিতে বলা হয়েছে, নতুন বিশ্ববিদ্যালয় গঠিত না হওয়া পর্যন্ত সাত কলেজ ইউজিসির প্রস্তাবিত একটি সমন্বিত তত্ত্বাবধানে চলবে। ভর্তির যাবতীয় কার্যক্রমও এই কাঠামোর অধীনেই পরিচালিত হবে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু সহযোগী ভূমিকা পালন করবে।

 

ইউজিসি সূত্রে জানা গেছে, সাময়িক কাঠামোর প্রধান হবেন সাত কলেজের যেকোনো একজন অধ্যক্ষ। সেই কাঠামোতে ঢাবির ভর্তি, পরীক্ষা, রেজিস্ট্রার ও হিসাব দপ্তরের প্রতিনিধিরাও যুক্ত থাকবেন।

 

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও সনদ প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নামেই দেওয়া হবে এবং বিষয়টি আগেই শিক্ষার্থীদের জানানো হবে।

 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, চলমান শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে চলবে। তবে শিক্ষার্থীদের যেন প্রশাসনিক ভবনে যেতে না হয়, সে জন্য কলেজে হেল্প ডেস্ক খোলা হবে।

 

ঢাবি ইউজিসির প্রস্তাবিত ‘নজরদারি সংস্থা’ শব্দটি পরিবর্তন করে ‘তত্ত্বাবধানকারী সংস্থা’ ব্যবহারের সুপারিশ করেছে। এছাড়া সাত কলেজের হিসাব পরিচালনার জন্য একটি স্বতন্ত্র ব্যাংক হিসাব খোলার কথাও বলা হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাত কলেজের জন্য পৃথক পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ) গঠনের পরিকল্পনাও চলছে।

জনপ্রিয়

ঢাকাসহ ১২ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের আশঙ্কা

সাত কলেজ নিয়ে করণীয় জানিয়ে ইউজিসিকে ঢাবির চিঠি

প্রকাশিত: ১২ ঘন্টা আগে

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিসহ প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা স্পষ্ট করে সাতটি করণীয় তুলে ধরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

 

বুধবার (৩০ এপ্রিল) ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে এ চিঠি দেন।

 

চিঠিতে বলা হয়েছে, নতুন বিশ্ববিদ্যালয় গঠিত না হওয়া পর্যন্ত সাত কলেজ ইউজিসির প্রস্তাবিত একটি সমন্বিত তত্ত্বাবধানে চলবে। ভর্তির যাবতীয় কার্যক্রমও এই কাঠামোর অধীনেই পরিচালিত হবে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু সহযোগী ভূমিকা পালন করবে।

 

ইউজিসি সূত্রে জানা গেছে, সাময়িক কাঠামোর প্রধান হবেন সাত কলেজের যেকোনো একজন অধ্যক্ষ। সেই কাঠামোতে ঢাবির ভর্তি, পরীক্ষা, রেজিস্ট্রার ও হিসাব দপ্তরের প্রতিনিধিরাও যুক্ত থাকবেন।

 

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও সনদ প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নামেই দেওয়া হবে এবং বিষয়টি আগেই শিক্ষার্থীদের জানানো হবে।

 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, চলমান শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে চলবে। তবে শিক্ষার্থীদের যেন প্রশাসনিক ভবনে যেতে না হয়, সে জন্য কলেজে হেল্প ডেস্ক খোলা হবে।

 

ঢাবি ইউজিসির প্রস্তাবিত ‘নজরদারি সংস্থা’ শব্দটি পরিবর্তন করে ‘তত্ত্বাবধানকারী সংস্থা’ ব্যবহারের সুপারিশ করেছে। এছাড়া সাত কলেজের হিসাব পরিচালনার জন্য একটি স্বতন্ত্র ব্যাংক হিসাব খোলার কথাও বলা হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাত কলেজের জন্য পৃথক পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ) গঠনের পরিকল্পনাও চলছে।