ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
মেডিকেল শিক্ষা এবং সেবাদানে পরিবর্তন আনতে হবে পাকিস্তানে নদীতে বৃদ্ধি পেয়েছে পানি প্রবাহ ইরানে ভয়াবহ বিস্ফোরণ কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয় গাইবান্ধায় জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের প্যান্ডেলে আগুন দিল ক্ষুদ্ধ জনতা হজ ক্যাম্পেইন প্রতারনার সাথে জড়িতদের গ্রেফতার করছে সৌদি সুন্দরী তরুণীদের ‘হানি ট্র্যাপে’ ধরা পড়ছে ধনাঢ্য ও প্রভাবশালীরা হাসিনা সরকার পতনের পরেও থামছে না তাণ্ডব—আকবর আলীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী কোপা দেল রে ফাইনালে ক্লাসিকো উত্তাপ: আনচেলত্তির ভাগ্য নির্ধারণের ম্যাচ আজ চবির ঝুলন্ত সেতু আরো নান্দনিক হচ্ছে

ইরানে ভয়াবহ বিস্ফোরণ

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা রাজধানী তেহরান থেকে ১ হাজারের বেশি কিলোমিটার দূরে অবস্থিত। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১১৫ জন আহত হয়েছেন।ইরানের মেহের বার্তা সংস্থা বলছে, একটা তেলের ট্যাঙ্কারের বিস্ফোরণ হয়েছে।

ইরানি বার্তাসংস্থা ইরনা দেশটির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। যা হোরমোজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে ও হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত। যেখান দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহণ করা হয়।

হোরমোজগান বন্দর ও সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকজাদেহ বলেছেন, শনিবার (২৬ এপ্রিল) শহীদ রজয়ী বন্দরের ডকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা আগুন নেভানোর কাজ করছি।

হোরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসানজাদেহ সরকারি টেলিভিশনকে জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছেন সেটি এখনো নিশ্চিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি বের হচ্ছে। অন্যান্য ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি পড়ে থাকতে দেখা গেছে। ওই সময় অনেকে ক্ষতিগ্রস্ত ভবন বা গাড়ি পরীক্ষা-নিরীক্ষা করছিলেন।এটি অনেকটা ২০২০-এর বৈরুত বিস্ফোরণের মতো।

প্রাথমে কমলা ধোঁয়া দেখা যাচ্ছে, সম্ভবত অ্যামোনিয়াম-নাইট্রেট থেকে, তারপরে একটি বড় বিস্ফোরণ এবং মাশরুম মেঘ।

ইরানের প্রেস টিভির ভাষ্য অনুযায়ী, শহীদ রাজায়ি বন্দরে শুরুতে কয়েকটা কন্টেইনারে বিস্ফোরণ হয় তারপর আগুন ছড়িয়ে পড়ে এবং আরও বড় বিস্ফোরণ ঘটে।

ইরানের জরুরি সেবা বিভাগ জানিয়েছে,ইরানের বন্দরে বিস্ফোরণে প্রায় ৩১৫ জন লোক আহত হয়েছে ।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শহীদ রাজায়ি বন্দর দিয়ে মূলত জাহাজে কনটেইনার ওঠানামা করা হয়। তবে সেখানে তেলের ট্যাংক ও পেট্রলজাত রাসায়নিক পদার্থের অবকাঠামোও আছে।

জনপ্রিয়

মেডিকেল শিক্ষা এবং সেবাদানে পরিবর্তন আনতে হবে

ইরানে ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশিত: ৭ ঘন্টা আগে

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা রাজধানী তেহরান থেকে ১ হাজারের বেশি কিলোমিটার দূরে অবস্থিত। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১১৫ জন আহত হয়েছেন।ইরানের মেহের বার্তা সংস্থা বলছে, একটা তেলের ট্যাঙ্কারের বিস্ফোরণ হয়েছে।

ইরানি বার্তাসংস্থা ইরনা দেশটির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। যা হোরমোজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে ও হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত। যেখান দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহণ করা হয়।

হোরমোজগান বন্দর ও সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকজাদেহ বলেছেন, শনিবার (২৬ এপ্রিল) শহীদ রজয়ী বন্দরের ডকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা আগুন নেভানোর কাজ করছি।

হোরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসানজাদেহ সরকারি টেলিভিশনকে জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছেন সেটি এখনো নিশ্চিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি বের হচ্ছে। অন্যান্য ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি পড়ে থাকতে দেখা গেছে। ওই সময় অনেকে ক্ষতিগ্রস্ত ভবন বা গাড়ি পরীক্ষা-নিরীক্ষা করছিলেন।এটি অনেকটা ২০২০-এর বৈরুত বিস্ফোরণের মতো।

প্রাথমে কমলা ধোঁয়া দেখা যাচ্ছে, সম্ভবত অ্যামোনিয়াম-নাইট্রেট থেকে, তারপরে একটি বড় বিস্ফোরণ এবং মাশরুম মেঘ।

ইরানের প্রেস টিভির ভাষ্য অনুযায়ী, শহীদ রাজায়ি বন্দরে শুরুতে কয়েকটা কন্টেইনারে বিস্ফোরণ হয় তারপর আগুন ছড়িয়ে পড়ে এবং আরও বড় বিস্ফোরণ ঘটে।

ইরানের জরুরি সেবা বিভাগ জানিয়েছে,ইরানের বন্দরে বিস্ফোরণে প্রায় ৩১৫ জন লোক আহত হয়েছে ।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শহীদ রাজায়ি বন্দর দিয়ে মূলত জাহাজে কনটেইনার ওঠানামা করা হয়। তবে সেখানে তেলের ট্যাংক ও পেট্রলজাত রাসায়নিক পদার্থের অবকাঠামোও আছে।