নির্বাচন শুধু বিলম্বিত নয়, বরং তা বানচালের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। শুক্রবার (২৬ এপ্রিল) ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়ন বিএনপির এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, একটি মহল নানা ফাঁদে ফেলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় তিনি দ্রুত নির্বাচন সংস্কার করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাসহ বিএনপি সরকারের ৩১ দফা কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন মুরাদ। তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারভাতা, কর্মসংস্থান, চিকিৎসা ও কৃষিপণ্যের ন্যায্য মূল্যসহ জনগণের অধিকার নিশ্চিত করা হবে।
সভায় আরও বক্তব্য দেন ওবায়দুল্লাহ খান, এম এ জলিল, খন্দকার আইয়ুব, সাইফুর রহমান খান মিলন, সাবিনা ইয়াসমিন ও খন্দকার আবু তাহের মুকুট প্রমুখ।