মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওপেন সাঁতার প্রতিযোগিতায় ৫০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের তরুণ সাঁতারু সামিউল ইসলাম রাফি। ২৬.৬৮ সেকেন্ড টাইমিংয়ে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করে প্রথম আন্তর্জাতিক স্বর্ণ জয়ের স্বাদ পান তিনি।
এই ইভেন্টে তার আগের সেরা টাইমিং ছিল ২৭.১৭ সেকেন্ড। প্রতিযোগিতায় ফিলিপাইন, হংকংসহ অন্তত ৬২ জন অংশগ্রহণকারী ছিলেন। রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সাঁতারুরা।
রাফি বলেন, ‘‘আমার প্রিয় ইভেন্টে সেরা টাইমিং করে প্রথম আন্তর্জাতিক স্বর্ণ জিতেছি—খুব ভালো লাগছে। আমি টাইমিং ২৫ সেকেন্ডের ঘরে আনতে চাই এবং সে অনুযায়ী অনুশীলন করছি।’’
এছাড়া তিনি ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ফ্রিস্টাইল ইভেন্টেও অংশ নেন। তবে সেখানে পদক জিততে পারেননি। আগামীর লক্ষ্য নিয়ে তিনি জানান, আগামী মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে আরও ভালো টাইমিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন।