গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে ১ হাজার ৬৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭২ জন এবং অন্যান্য ঘটনায় জড়িত ৫৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও বিপজ্জনক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।