ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট বিমানবন্দর থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু হচ্ছে রোববার পাঁচ বছরের যুদ্ধবিরতির বদলে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের পাকিস্তান শান্তির পক্ষে, এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয় ভারতের গুজরাটে কয়েক’শ ‘বাংলাদেশি’ আটকের দাবি কাশ্মীরে হামলা ভারতের রাজনৈতিক চাল, দাবি ভারতীয় সেনার পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের সেনা আতঙ্কে হারিয়ে যায় কাশ্মীরি শিশুদের শৈশব কাশ্মীরে হামলায় শহিদ মুসলিম সেনাকেও অপমান করছে উগ্র হিন্দুত্ববাদীরা: ভারতীয় সাংবাদিক রাউজানে শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচি আত্মগোপনে থাকা কুতুপালং মার্ডারের তিন আসামি গ্রেফতার

পাকিস্তানে নদীতে বৃদ্ধি পেয়েছে পানি প্রবাহ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করেছে ভারত। পাশাপাশি ‘পানি অবরোধ’র ঘোষণা দিয়েছে ভারত। এরইমাঝে নতুন খবর, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্যতম প্রধান নদী ঝিলামের পানির প্রবাহ বেড়ে গেছে, যার ফলে ‘মধ্যম মাত্রার বন্যা’ সৃষ্টি হয়েছে।

এক বিবৃতিতে মুজাফ্‌ফরাবাদের (পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী) জেলা প্রশাসনের একজন মুখপাত্র বাসিন্দাদের ঝিলাম নদীর আশেপাশের এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

মুখপাত্র বলেন, ‘ভারতের পক্ষ থেকে ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দেওয়ার কারণে এখন মাঝারি মাত্রার বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।’

তবে চলমান উত্তেজনায় ভারত ঘোষণা দিয়েছিল তারা পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করে দেবে।

ভারতের পানি শক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি বৃহস্পতিবার তার সমকক্ষ পাকিস্তানের সচিব সৈয়দ আলী মুর্তজাকে একটি আনুষ্ঠানিক চিঠিতে ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিতাদেশের ঘোষণা দেন।

চিঠিতে ভারত অভিযোগ করে, ‘জম্মু ও কাশ্মীরকে লক্ষ্য করে পাকিস্তানের ধারাবাহিক আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ’ এবং চুক্তি পুনর্বিবেচনায় পাকিস্তানের অনিচ্ছাই এই সিদ্ধান্তের কারণ। চুক্তির ৬৫ বছরের ইতিহাসে এই প্রথম স্বাক্ষরকারী একপক্ষ এমন চরম পদক্ষেপ নিয়েছে।

পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে বলা হয়, সিন্ধু পানি চুক্তি একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হয়েছে এবং এটিকে একতরফা স্থগিতাদেশের কোনো বিধান নেই।

জনপ্রিয়

সিলেট বিমানবন্দর থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু হচ্ছে রোববার

পাকিস্তানে নদীতে বৃদ্ধি পেয়েছে পানি প্রবাহ

প্রকাশিত: ৭ ঘন্টা আগে

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করেছে ভারত। পাশাপাশি ‘পানি অবরোধ’র ঘোষণা দিয়েছে ভারত। এরইমাঝে নতুন খবর, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্যতম প্রধান নদী ঝিলামের পানির প্রবাহ বেড়ে গেছে, যার ফলে ‘মধ্যম মাত্রার বন্যা’ সৃষ্টি হয়েছে।

এক বিবৃতিতে মুজাফ্‌ফরাবাদের (পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী) জেলা প্রশাসনের একজন মুখপাত্র বাসিন্দাদের ঝিলাম নদীর আশেপাশের এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

মুখপাত্র বলেন, ‘ভারতের পক্ষ থেকে ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দেওয়ার কারণে এখন মাঝারি মাত্রার বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।’

তবে চলমান উত্তেজনায় ভারত ঘোষণা দিয়েছিল তারা পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করে দেবে।

ভারতের পানি শক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি বৃহস্পতিবার তার সমকক্ষ পাকিস্তানের সচিব সৈয়দ আলী মুর্তজাকে একটি আনুষ্ঠানিক চিঠিতে ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিতাদেশের ঘোষণা দেন।

চিঠিতে ভারত অভিযোগ করে, ‘জম্মু ও কাশ্মীরকে লক্ষ্য করে পাকিস্তানের ধারাবাহিক আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ’ এবং চুক্তি পুনর্বিবেচনায় পাকিস্তানের অনিচ্ছাই এই সিদ্ধান্তের কারণ। চুক্তির ৬৫ বছরের ইতিহাসে এই প্রথম স্বাক্ষরকারী একপক্ষ এমন চরম পদক্ষেপ নিয়েছে।

পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে বলা হয়, সিন্ধু পানি চুক্তি একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হয়েছে এবং এটিকে একতরফা স্থগিতাদেশের কোনো বিধান নেই।