ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট বিমানবন্দর থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু হচ্ছে রোববার পাঁচ বছরের যুদ্ধবিরতির বদলে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের পাকিস্তান শান্তির পক্ষে, এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয় ভারতের গুজরাটে কয়েক’শ ‘বাংলাদেশি’ আটকের দাবি কাশ্মীরে হামলা ভারতের রাজনৈতিক চাল, দাবি ভারতীয় সেনার পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের সেনা আতঙ্কে হারিয়ে যায় কাশ্মীরি শিশুদের শৈশব কাশ্মীরে হামলায় শহিদ মুসলিম সেনাকেও অপমান করছে উগ্র হিন্দুত্ববাদীরা: ভারতীয় সাংবাদিক রাউজানে শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচি আত্মগোপনে থাকা কুতুপালং মার্ডারের তিন আসামি গ্রেফতার

কোতোয়ালীতে যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের তিন সক্রিয় কর্মী গ্রেপ্তার হয়েছেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাত ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. ইমন (১৯), টিংকু সেন (৩৭) ও মো. তারেক (৩৭)। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা মামলায় গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

 

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ইমন নগরের জামতলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় গত বছরের ১১ নভেম্বর দায়ের করা এক মামলায় হত্যা প্রচেষ্টা, মারামারি এবং বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে। মামলার নম্বর ১২।

 

টিংকু সেন চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে নগরের বাকলিয়া থানার শান্তিনগরে বসবাস করেন। তার বিরুদ্ধেও কোতোয়ালী থানায় গত ৪ নভেম্বর দায়ের হওয়া মামলা রয়েছে।

 

অন্যদিকে মো. তারেক আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নগরের ষোলশহর রেলস্টেশন এলাকার রেলওয়ে কলোনিতে থাকেন। তার বিরুদ্ধেও ২৫ অক্টোবর দায়ের করা মামলায় হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় অভিযোগ রয়েছে তার নামে।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গ্রেপ্তার হওয়া তিনজনই বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

সিলেট বিমানবন্দর থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু হচ্ছে রোববার

কোতোয়ালীতে যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ৮ ঘন্টা আগে

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের তিন সক্রিয় কর্মী গ্রেপ্তার হয়েছেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাত ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. ইমন (১৯), টিংকু সেন (৩৭) ও মো. তারেক (৩৭)। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা মামলায় গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

 

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ইমন নগরের জামতলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় গত বছরের ১১ নভেম্বর দায়ের করা এক মামলায় হত্যা প্রচেষ্টা, মারামারি এবং বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে। মামলার নম্বর ১২।

 

টিংকু সেন চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে নগরের বাকলিয়া থানার শান্তিনগরে বসবাস করেন। তার বিরুদ্ধেও কোতোয়ালী থানায় গত ৪ নভেম্বর দায়ের হওয়া মামলা রয়েছে।

 

অন্যদিকে মো. তারেক আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নগরের ষোলশহর রেলস্টেশন এলাকার রেলওয়ে কলোনিতে থাকেন। তার বিরুদ্ধেও ২৫ অক্টোবর দায়ের করা মামলায় হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় অভিযোগ রয়েছে তার নামে।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গ্রেপ্তার হওয়া তিনজনই বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।