ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট বিমানবন্দর থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু হচ্ছে রোববার পাঁচ বছরের যুদ্ধবিরতির বদলে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের পাকিস্তান শান্তির পক্ষে, এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয় ভারতের গুজরাটে কয়েক’শ ‘বাংলাদেশি’ আটকের দাবি কাশ্মীরে হামলা ভারতের রাজনৈতিক চাল, দাবি ভারতীয় সেনার পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের সেনা আতঙ্কে হারিয়ে যায় কাশ্মীরি শিশুদের শৈশব কাশ্মীরে হামলায় শহিদ মুসলিম সেনাকেও অপমান করছে উগ্র হিন্দুত্ববাদীরা: ভারতীয় সাংবাদিক রাউজানে শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচি আত্মগোপনে থাকা কুতুপালং মার্ডারের তিন আসামি গ্রেফতার

আত্মগোপনে থাকা কুতুপালং মার্ডারের তিন আসামি গ্রেফতার

কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার চাঞ্চল্যকর মার্ডার মামলার প্রধান আসামিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

 

শনিবার (২৬ এপ্রিল) রাত ৩ টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকা হতে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

 

তারা হলেন, নিহত মান্নানগং’র হত্যা মামলার প্রধান আসামি আবুল ফজল বাবুল (৩৭), ২নং আসামি মাহমুদুল হক (৩০) ও ০৬নং আসামি মোঃ রায়হান (১৯)।

 

র‍্যাবের সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আ.ম ফারুখ বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পৃথক মামলা রুজু হয়। সেই মামলায় নিহত মান্নান, রওশন আরা, শাহীনা আক্তার তারা ৩ জন নিহতের ঘটনায় তার পরিবার গত ৭ এপ্রিল উখিয়ায় থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ৩ আসামিদের আজ গ্রেফতার করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ৬ এপ্রিল রবিবার উখিয়ার কুতুপালংয়ের পশ্চিম পাড়া এলাকায় ২০ শতক জমিবিরোধের জেরধরে আপন চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা নামে আরো এক নারী মৃত্যুবরণ করেছিলেন।

 

এ ঘটনায় মোট ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারা হলেন ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তাঁর আপন চাচাতো ভাই মোঃ আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮), সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মান্নানের বোন রওশন আরা। নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ৯নং ওয়ার্ড জামায়েত ইসলামীর আমির। এই ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলা রুজু হয়।

জনপ্রিয়

সিলেট বিমানবন্দর থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু হচ্ছে রোববার

আত্মগোপনে থাকা কুতুপালং মার্ডারের তিন আসামি গ্রেফতার

প্রকাশিত: ৭ ঘন্টা আগে

কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার চাঞ্চল্যকর মার্ডার মামলার প্রধান আসামিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

 

শনিবার (২৬ এপ্রিল) রাত ৩ টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকা হতে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

 

তারা হলেন, নিহত মান্নানগং’র হত্যা মামলার প্রধান আসামি আবুল ফজল বাবুল (৩৭), ২নং আসামি মাহমুদুল হক (৩০) ও ০৬নং আসামি মোঃ রায়হান (১৯)।

 

র‍্যাবের সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আ.ম ফারুখ বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পৃথক মামলা রুজু হয়। সেই মামলায় নিহত মান্নান, রওশন আরা, শাহীনা আক্তার তারা ৩ জন নিহতের ঘটনায় তার পরিবার গত ৭ এপ্রিল উখিয়ায় থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ৩ আসামিদের আজ গ্রেফতার করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ৬ এপ্রিল রবিবার উখিয়ার কুতুপালংয়ের পশ্চিম পাড়া এলাকায় ২০ শতক জমিবিরোধের জেরধরে আপন চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা নামে আরো এক নারী মৃত্যুবরণ করেছিলেন।

 

এ ঘটনায় মোট ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারা হলেন ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তাঁর আপন চাচাতো ভাই মোঃ আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮), সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মান্নানের বোন রওশন আরা। নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ৯নং ওয়ার্ড জামায়েত ইসলামীর আমির। এই ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলা রুজু হয়।