রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ২০ এপ্রিল এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী পারভেজ সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করে সংগঠনটি। তারা জাহিদুলের পরিবার ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানিয়ে সকল দোষীকে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিবৃতির পাশাপাশি রোববার রাতে বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনও ডাকে সংগঠনটি।
তারা অভিযোগ করেছে, ছাত্রদল এই ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিমূলক রাজনৈতিক প্রচারণায় লিপ্ত হয়েছে। প্রকৃত কারণ ও অপরাধীদের আড়াল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে হত্যার মদদদাতা হিসেবে অভিযুক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়।
সংগঠনটি জানায়, হামলার প্রথম সিসিটিভি ফুটেজে যাদের আক্রমণ করতে দেখা গেছে, তাদের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় ফুটেজে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেলেও, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির সদস্য হৃদয় মিয়াজি, সদস্য সোবহান নিয়াজ তুষার এবং ছাত্রদল সংশ্লিষ্ট কিছু শিক্ষার্থীকেও দেখা গেছে।
তবে সংগঠনটি জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা কাউকে দায়ী করতে চায় না। অপরাধ প্রমাণিত হওয়ার আগেই ছাত্রদল বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
তারা স্পষ্ট করে জানায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে—তাদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে—নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।
সবশেষে, তারা জাহিদুলের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে, অপরাধীদের বিচার ও দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিক ও প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।