ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম শেষে দেশে ফিরেছে বাংলাদেশের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দলটি। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে দলটি নৌবাহিনীর জাহাজযোগে বাংলাদেশে ফিরে আসে।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকার সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে দলের প্রত্যেক সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। তিনি সহায়তাকারী দলের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দলটি মিয়ানমারে পাঠানো হয়। তিন ধাপে মোট ১৫১.৫ টন ত্রাণসামগ্রী পাঠানো হয় দুর্গত এলাকায়।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের সামরিক, নৌ ও বিমান অ্যাটাশেসহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে একই স্থানে মিশনের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং করেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন।
তিনি সহায়তাকারী দলের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এই মানবিক সহায়তায় সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।