ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

মিয়ানমারে ভূমিকম্পে সহায়তা শেষে দেশে ফিরল বাংলাদেশি উদ্ধারকারী দল

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম শেষে দেশে ফিরেছে বাংলাদেশের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দলটি। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে দলটি নৌবাহিনীর জাহাজযোগে বাংলাদেশে ফিরে আসে।

 

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে দলের প্রত্যেক সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। তিনি সহায়তাকারী দলের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

 

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দলটি মিয়ানমারে পাঠানো হয়। তিন ধাপে মোট ১৫১.৫ টন ত্রাণসামগ্রী পাঠানো হয় দুর্গত এলাকায়।

 

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের সামরিক, নৌ ও বিমান অ্যাটাশেসহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এর আগে একই স্থানে মিশনের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং করেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন।

 

তিনি সহায়তাকারী দলের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এই মানবিক সহায়তায় সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

মিয়ানমারে ভূমিকম্পে সহায়তা শেষে দেশে ফিরল বাংলাদেশি উদ্ধারকারী দল

প্রকাশিত: ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম শেষে দেশে ফিরেছে বাংলাদেশের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দলটি। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে দলটি নৌবাহিনীর জাহাজযোগে বাংলাদেশে ফিরে আসে।

 

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে দলের প্রত্যেক সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। তিনি সহায়তাকারী দলের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

 

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দলটি মিয়ানমারে পাঠানো হয়। তিন ধাপে মোট ১৫১.৫ টন ত্রাণসামগ্রী পাঠানো হয় দুর্গত এলাকায়।

 

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের সামরিক, নৌ ও বিমান অ্যাটাশেসহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এর আগে একই স্থানে মিশনের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং করেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন।

 

তিনি সহায়তাকারী দলের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এই মানবিক সহায়তায় সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।