ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

চিত্রশিল্পীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ইসলামী আন্দোলনের নিন্দা ও বিচার দাবি

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

বুধবার (১৬ এপ্রিল) দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘটনার প্রতিবাদ জানান।

 

তিনি বলেন, পয়লা বৈশাখে প্রদর্শিত মোটিফ রাজনৈতিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের অংশ। শিল্পীরা কেবল তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন। কিন্তু আওয়ামী লীগের অসহিষ্ণু চরিত্রই প্রমাণ করে, একজন শিল্পীকে মতপ্রকাশের কারণে অপরাধী বানিয়ে তার বাড়িতে আগুন লাগানো হয়েছে।

 

মুফতি ফয়জুল করীম আরও অভিযোগ করেন, রাজনৈতিক অসহিষ্ণুতা এবং সংখ্যালঘু নির্যাতনের দায় অন্যদের ওপর চাপিয়ে সরকার বারবার দায় এড়ানোর চেষ্টা করছে।

 

তিনি সরকারের কাছে দাবি জানান, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষবাজার এলাকায় মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের আসবাবপত্র, একটি মোটরসাইকেল ও শ্যালো মেশিনসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

চিত্রশিল্পীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ইসলামী আন্দোলনের নিন্দা ও বিচার দাবি

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

বুধবার (১৬ এপ্রিল) দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘটনার প্রতিবাদ জানান।

 

তিনি বলেন, পয়লা বৈশাখে প্রদর্শিত মোটিফ রাজনৈতিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের অংশ। শিল্পীরা কেবল তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন। কিন্তু আওয়ামী লীগের অসহিষ্ণু চরিত্রই প্রমাণ করে, একজন শিল্পীকে মতপ্রকাশের কারণে অপরাধী বানিয়ে তার বাড়িতে আগুন লাগানো হয়েছে।

 

মুফতি ফয়জুল করীম আরও অভিযোগ করেন, রাজনৈতিক অসহিষ্ণুতা এবং সংখ্যালঘু নির্যাতনের দায় অন্যদের ওপর চাপিয়ে সরকার বারবার দায় এড়ানোর চেষ্টা করছে।

 

তিনি সরকারের কাছে দাবি জানান, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষবাজার এলাকায় মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের আসবাবপত্র, একটি মোটরসাইকেল ও শ্যালো মেশিনসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।