ঢাকা , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ দেশ-বিদেশে এস আলম গ্রুপের আরও জমি ও বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান গাইবান্ধায় পরিত্যক্ত কুপে মিলল অজ্ঞাত পরিচয় কিশোরের অর্ধগলিত লাশ নেত্রকোনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেফতার নোয়াখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা-২০২৫’ জারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: পাঁচটিতে বাদ পড়েছে নজরুল ইসলাম বাবুর নাম ‘প্রো-বাংলাদেশ’ নীতিই অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অগ্রাধিকার: প্রেস সচিব

গাজীপুরে লাইনচ্যুত চিলাহাটি এক্সপ্রেসের চার বগি উদ্ধার, ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) ভোর ৪টা ২০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রোববার (১৪ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে গাজীপুরের সালনা ব্রিজের কাছে চিলাহাটি এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকামুখী রেলপথে যমুনা সেতু হয়ে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই বিকেলে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। রাত ৪টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হয়। এরপর রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস প্রথম ট্রেন হিসেবে দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়েই দীর্ঘ ১৩ ঘণ্টার অচলাবস্থার অবসান ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, “নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। সাথে সাথে কর্তৃপক্ষকে জানানো হয় এবং বিকেলে উদ্ধার অভিযান শুরু হয়।”

দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

জনপ্রিয়

আগামী পাঁচ দিন ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

গাজীপুরে লাইনচ্যুত চিলাহাটি এক্সপ্রেসের চার বগি উদ্ধার, ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) ভোর ৪টা ২০ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রোববার (১৪ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে গাজীপুরের সালনা ব্রিজের কাছে চিলাহাটি এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকামুখী রেলপথে যমুনা সেতু হয়ে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই বিকেলে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। রাত ৪টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হয়। এরপর রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস প্রথম ট্রেন হিসেবে দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়েই দীর্ঘ ১৩ ঘণ্টার অচলাবস্থার অবসান ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, “নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। সাথে সাথে কর্তৃপক্ষকে জানানো হয় এবং বিকেলে উদ্ধার অভিযান শুরু হয়।”

দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।