ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে বাংলাদেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।
সোমবার (৭ এপ্রিল) রাতে ফিলিস্তিন দূতাবাস রাষ্ট্রদূতের পক্ষ থেকে এক লিখিত বক্তব্য প্রকাশ করে। এতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের বিভিন্ন শহরে, বিশেষ করে রাজধানী ঢাকায় ফিলিস্তিনের প্রতি যে গভীর সংহতি ও প্রতিবাদ হয়েছে, তা আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি। আমি বিস্মিত হইনি—কারণ আমি জানি, বাংলাদেশের জনগণ মানবতার পক্ষে। তারা অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে। গাজার শিশু ও নারীদের ওপর ইসরাইলি বাহিনীর চালানো ফ্যাসিবাদী দখলদারিত্বের বিরুদ্ধে এই প্রতিবাদ সেই মানবতার প্রমাণ।”
তিনি আরও বলেন, “এই প্রতিবাদ শুধু গাজার জনগণের জন্য নয়, এটি একটি বার্তা—তোমরা একা নও। বাংলাদেশি ভাইবোনেরা আছেন, তোমাদের যন্ত্রণায় তারা শোকাভিভূত এবং প্রতিজ্ঞাবদ্ধ, যতদূর যেতেই হোক, তোমাদের স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত তারা পাশে থাকবে।”
বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “তোমরা ফিলিস্তিনের ইতিহাসে সম্মানের সঙ্গে প্রবেশ করেছো। আমরা তোমাদের মহত্ত্ব, মানবতা ও সাহসিকতা কখনো ভুলব না। তোমাদের এই অবস্থান আমাদের স্বাধীনতা আন্দোলনের জন্য প্রেরণাদায়ক।”
শেষে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, “ফিলিস্তিনের জনগণ কখনও ঔপনিবেশিক শক্তির কাছে মাথানত করবে না। আমরা লড়াই চালিয়ে যাব, যতক্ষণ না ফিলিস্তিন সম্পূর্ণ মুক্ত হয় এবং আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে নিজের মাতৃভূমিতে বসবাস করতে পারে।”