সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্কের কেন্দ্রবিন্দু ‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলার বিরুদ্ধে শিশুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। ‘একাই একশো’ নামে শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন সোমবার (৭ এপ্রিল) সকালে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছে।
ঢাকা জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম।
স্মারকলিপিতে শারমিন শিলার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যে তিনি তার দুই সন্তানের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে ভিডিও কন্টেন্ট তৈরির চেষ্টা করছেন। অভিযোগে বলা হয়েছে, শারমিন শিলা তার সন্তানদের জোর করে খাবার খাওয়ানো, চুল কেটে ফেলা বা কালার করা, ভুল করলে গালাগালি দেওয়ার মতো শারীরিক নির্যাতন করছেন, যা বাংলাদেশ শিশু আইন, ২০১৩ অনুযায়ী অপরাধ।
সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং তাদের প্রতিনিধি দল সাভারে ইউএনও মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রশাসনিক প্রক্রিয়ার কারণে তিন দিনের সময় চাওয়া হয়েছে, যার মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিকে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ সেবা অধিদফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে স্মারকলিপি দেয়া হয়েছে যেন শিশুদের অনলাইন সুরক্ষা নীতিমালা তৈরি করা হয়। এছাড়া, সন্তানদের মাধ্যমে ভিউ ব্যবসা করা প্রতিরোধে বিশেষ অনুমতির ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে।
সংগঠনের পোস্টে বলা হয়, “এটি শুধু ‘ক্রিম আপা’ এর বিষয় নয়, বরং আমরা প্রায়ই দেখি অনেক শিক্ষিত বাবা-মা সন্তানদের ওপর চাপ প্রয়োগ করে কনটেন্ট তৈরি করায়, যার ফলে তাদের শৈশব হারিয়ে যাচ্ছে।”
এটি শিশুদের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ওঠার আশঙ্কা করা হচ্ছে।