ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ৫০টিরও বেশি দেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর, ৫০টিরও বেশি দেশ হোয়াইট হাউসের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করতে যোগাযোগ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং জাতীয় অর্থনৈতিক পর্ষদের পরিচালক কেভিন হেসেট।

 

হোয়াইট হাউসের কেভিন হেসেট জানান, ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর) জানিয়েছে, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর অন্তত ৫০টি দেশ প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতা আলোচনা শুরু করতে চাচ্ছে।দেশগুলো বুঝেছে, ট্রাম্প প্রশাসন যেসব শুল্ক আরোপ করেছে, সেগুলোর প্রভাব পড়ছে তাদের অর্থনীতিতে।

স্কট বেসেন্ট আরো বলেন, এই দেশগুলো এখন ট্রাম্পকে “ক্ষমতার কেন্দ্রে” নিয়ে এসেছে।

 

অর্থনৈতিক মন্দার শঙ্কা নাকচ করে বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে, তাই অর্থনীতি ভালোই চলবে বলে তাঁর বিশ্বাস।

 

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা আলোচনার শর্ত হিসেবে তাইওয়ানের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন।তিনি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন।

 

দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি, তবে একসঙ্গে এত দেশের সঙ্গে আলোচনা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হবে।বিশ্বজুড়ে এই শুল্কনীতি বাণিজ্যযুদ্ধ এবং বৈশ্বিক অর্থনীতিতে মন্দার শঙ্কা তৈরি করেছে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ৫০টিরও বেশি দেশ

প্রকাশিত: ০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর, ৫০টিরও বেশি দেশ হোয়াইট হাউসের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করতে যোগাযোগ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং জাতীয় অর্থনৈতিক পর্ষদের পরিচালক কেভিন হেসেট।

 

হোয়াইট হাউসের কেভিন হেসেট জানান, ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর) জানিয়েছে, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর অন্তত ৫০টি দেশ প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতা আলোচনা শুরু করতে চাচ্ছে।দেশগুলো বুঝেছে, ট্রাম্প প্রশাসন যেসব শুল্ক আরোপ করেছে, সেগুলোর প্রভাব পড়ছে তাদের অর্থনীতিতে।

স্কট বেসেন্ট আরো বলেন, এই দেশগুলো এখন ট্রাম্পকে “ক্ষমতার কেন্দ্রে” নিয়ে এসেছে।

 

অর্থনৈতিক মন্দার শঙ্কা নাকচ করে বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে, তাই অর্থনীতি ভালোই চলবে বলে তাঁর বিশ্বাস।

 

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা আলোচনার শর্ত হিসেবে তাইওয়ানের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন।তিনি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন।

 

দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি, তবে একসঙ্গে এত দেশের সঙ্গে আলোচনা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হবে।বিশ্বজুড়ে এই শুল্কনীতি বাণিজ্যযুদ্ধ এবং বৈশ্বিক অর্থনীতিতে মন্দার শঙ্কা তৈরি করেছে।