গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সোমবার (৮ এপ্রিল) ফিলিস্তিনজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচি আহ্বান করেছে ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলো। একই সঙ্গে আন্তর্জাতিক মহল ও ন্যায়বিচারে বিশ্বাসী সব প্ল্যাটফর্মকে এই ধর্মঘটে সংহতি জানাতে আহ্বান জানানো হয়েছে।
রোববার দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই ধর্মঘটের মূল উদ্দেশ্য হলো—
- ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞ ও যুদ্ধাপরাধ বিশ্ববাসীর সামনে তুলে ধরা
- আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্র করে ইসরায়েলের আগ্রাসন থামাতে চাপ সৃষ্টি করা
- আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলকে বিচারের মুখোমুখি করা
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী বিশেষ করে নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক জনগণকে নির্মমভাবে হত্যা করছে। এর পাশাপাশি লাখ লাখ ফিলিস্তিনিকে নিজ ঘর থেকে উচ্ছেদ করা হয়েছে, যার ফলে গাজা এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৭ মাসের বেশি সময় ধরে চলা হামলায় কমপক্ষে ৫০,৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,১৪,৬৩৮ জন।
গাজার জনসংযোগ কার্যালয় বলছে, প্রকৃত নিহতের সংখ্যা ৬১,৭০০ জন, যার মধ্যে নিখোঁজ অনেক ফিলিস্তিনিও রয়েছেন।
এই ধর্মঘটের মাধ্যমে ফিলিস্তিনিরা শুধু নিজেদের অধিকারের দাবি জানাচ্ছেন না, বরং বিশ্ববাসীকেও আহ্বান জানাচ্ছেন ন্যায়বিচার, মানবাধিকার ও মানবতার পক্ষে সোচ্চার হওয়ার জন্য।