রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ রোববার (৬ এপ্রিল) রাতে বজ্রপাতসহ প্রবল কালবৈশাখী ঝড় বয়ে গেছে। রাত ১০টার দিকে শুরু হওয়া ঝড় রাত সাড়ে ১১টার দিকে তীব্র রূপ নেয়।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এটাই চলতি বছরের সবচেয়ে বড় ঝড় এবং বজ্রপাত রাজধানী এলাকায়।
তিনি বলেন, “ঢাকায় কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে, এতে বজ্রপাত এবং বৃষ্টি হচ্ছে।”
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে—
ঘণ্টায় সর্বোচ্চ ৫১ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে গেছে এবং বৃষ্টি হয়েছে ৯ মিলিমিটার।
চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় শুরু হয়েছে, যা প্রাক-বর্ষা মৌসুমের একটি স্বাভাবিক জলবায়বৈশিষ্ট্য।
এ ধরনের ঝড় জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটালেও, তাপপ্রবাহের তীব্রতা কমাতে তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।