ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে একক অবস্থান কর্মসূচি ও লংমার্চ ঘোষণা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল। রোববার (৬ এপ্রিল) বিকেলে তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

 

সৌরভের হাতে ধরা পোস্টারে লেখা ছিল—

“চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আর কত লাশ চাই?”

এছাড়া পাশে সাঁটানো ছিল—

“চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ অথবা ৪ লাইন করার দাবিতে একক অবস্থান কর্মসূচি”।

 

সৌরভ বলেন,

“আমি ১১টি লাশ নিজ হাতে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করেছি। আর কোনো লাশ দেখতে চাই না। এখনই চার লাইনের কাজ শুরু করা হোক, এবং দ্রুত ছয় লেনে উন্নীত করার মহাপরিকল্পনা নেওয়া হোক।”

তিনি আরও বলেন, “কালুরঘাট সেতু হলে সড়কের ওপর চাপ আরও বাড়বে, তাই দ্রুত ব্যবস্থা জরুরি।”

 

সৌরভ জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে কক্সবাজার অভিমুখে লংমার্চ শুরু করবেন। তিনি ও কয়েকজন বন্ধু ১১টি প্রতীকী লাশ নিয়ে এই লংমার্চে অংশ নেবেন।

এই কর্মসূচির অংশ হিসেবে পটিয়া, লোহাগাড়া ও সাতকানিয়ায় পথসভা এবং শেষে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

 

প্রসঙ্গত, ৩১ মার্চ ও ১ এপ্রিল লোহাগাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হন, যাদের দাফন-কাফন ও শুশ্রূষায় স্বেচ্ছাসেবক হিসেবে সৌরভও কাজ করেন।

 

এই দাবিকে ঘিরে মহাসড়কের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আবারও আলোচনার সূত্রপাত হয়েছে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে একক অবস্থান কর্মসূচি ও লংমার্চ ঘোষণা

প্রকাশিত: ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল। রোববার (৬ এপ্রিল) বিকেলে তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

 

সৌরভের হাতে ধরা পোস্টারে লেখা ছিল—

“চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আর কত লাশ চাই?”

এছাড়া পাশে সাঁটানো ছিল—

“চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ অথবা ৪ লাইন করার দাবিতে একক অবস্থান কর্মসূচি”।

 

সৌরভ বলেন,

“আমি ১১টি লাশ নিজ হাতে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করেছি। আর কোনো লাশ দেখতে চাই না। এখনই চার লাইনের কাজ শুরু করা হোক, এবং দ্রুত ছয় লেনে উন্নীত করার মহাপরিকল্পনা নেওয়া হোক।”

তিনি আরও বলেন, “কালুরঘাট সেতু হলে সড়কের ওপর চাপ আরও বাড়বে, তাই দ্রুত ব্যবস্থা জরুরি।”

 

সৌরভ জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে কক্সবাজার অভিমুখে লংমার্চ শুরু করবেন। তিনি ও কয়েকজন বন্ধু ১১টি প্রতীকী লাশ নিয়ে এই লংমার্চে অংশ নেবেন।

এই কর্মসূচির অংশ হিসেবে পটিয়া, লোহাগাড়া ও সাতকানিয়ায় পথসভা এবং শেষে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

 

প্রসঙ্গত, ৩১ মার্চ ও ১ এপ্রিল লোহাগাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হন, যাদের দাফন-কাফন ও শুশ্রূষায় স্বেচ্ছাসেবক হিসেবে সৌরভও কাজ করেন।

 

এই দাবিকে ঘিরে মহাসড়কের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আবারও আলোচনার সূত্রপাত হয়েছে।