ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে ২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ এপ্রিল) বিকেলে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বড্ডাপাড়া খাদ্যগুদামের পাশে অভিযান চালিয়ে মো. আল-আমিন খাঁন এবং মো. আশিক মৈশান নামের দুই ব্যক্তিকে আটক করেন।
অভিযান চলাকালে, ভেকু মেশিন দিয়ে মাটি কেটে রাস্তার পাশে পানি চলাচলের নালা ভরাট করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং ৩টি মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়। ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, পরিবেশ রক্ষা এবং কৃষি জমি সংরক্ষণে এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।