রাজধানীর শাহবাগ এলাকার একটি ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণের আশঙ্কা ছিল, ফলে জনসাধারণকে দূরে রাখা হয়েছে।
পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।
এই ধরনের জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ও সচেতনতার অভাব তুলে ধরে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিয়মিত তদারকি ও গ্যাস সিলিন্ডার ব্যবহারে বাড়তি সতর্কতা জরুরি।