ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক
দ্বিপাক্ষিক বৈঠক

থাই ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাই প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রার সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান।

 

প্রধান উপদেষ্টা বলেন, ঢাকায় থাই দূতাবাসের ভিসা প্রক্রিয়াকরণ সক্ষমতা সীমিত হওয়ায় আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডগামী বাংলাদেশিরা ভিসা পেতে নানা সমস্যায় পড়েন। এ বিষয়ে থাই সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

 

থাই প্রধানমন্ত্রী ইউনূসকে আশ্বস্ত করেন, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হবে।

 

বৈঠকে ড. ইউনূস বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং প্রয়াত রাজা ভূমিবলের প্রতি শ্রদ্ধা জানান, যিনি ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানে অগ্রণী ভূমিকা রেখেছিলেন।

 

তিনি বলেন, চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে ভ্রমণ আরও সহজ হবে। এক দশক আগে চিয়াং মাই ও চট্টগ্রামের মধ্যে চালু হওয়া এয়ার এশিয়ার ফ্লাইটের সুফলও স্মরণ করিয়ে দেন তিনি।

 

ড. ইউনূস আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা অনেক। এজন্য তিনি আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে থাই কোম্পানিগুলোকে অংশগ্রহণের আহ্বান জানান।

 

তিনি রেল, সড়ক, সমুদ্রপথ ও আকাশপথে সংযোগ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যে ত্রিপক্ষীয় মহাসড়ক প্রকল্পে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

 

বৈঠকে ড. ইউনূস উভয় দেশের মধ্যে একটি মুক্তবাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য যৌথ সমীক্ষা শুরুর প্রস্তাব দেন, যাতে পরবর্তীতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা যায়।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

দ্বিপাক্ষিক বৈঠক

থাই ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ডের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাই প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রার সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান।

 

প্রধান উপদেষ্টা বলেন, ঢাকায় থাই দূতাবাসের ভিসা প্রক্রিয়াকরণ সক্ষমতা সীমিত হওয়ায় আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডগামী বাংলাদেশিরা ভিসা পেতে নানা সমস্যায় পড়েন। এ বিষয়ে থাই সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

 

থাই প্রধানমন্ত্রী ইউনূসকে আশ্বস্ত করেন, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হবে।

 

বৈঠকে ড. ইউনূস বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং প্রয়াত রাজা ভূমিবলের প্রতি শ্রদ্ধা জানান, যিনি ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানে অগ্রণী ভূমিকা রেখেছিলেন।

 

তিনি বলেন, চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে ভ্রমণ আরও সহজ হবে। এক দশক আগে চিয়াং মাই ও চট্টগ্রামের মধ্যে চালু হওয়া এয়ার এশিয়ার ফ্লাইটের সুফলও স্মরণ করিয়ে দেন তিনি।

 

ড. ইউনূস আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা অনেক। এজন্য তিনি আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় বিনিয়োগ সম্মেলনে থাই কোম্পানিগুলোকে অংশগ্রহণের আহ্বান জানান।

 

তিনি রেল, সড়ক, সমুদ্রপথ ও আকাশপথে সংযোগ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যে ত্রিপক্ষীয় মহাসড়ক প্রকল্পে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

 

বৈঠকে ড. ইউনূস উভয় দেশের মধ্যে একটি মুক্তবাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য যৌথ সমীক্ষা শুরুর প্রস্তাব দেন, যাতে পরবর্তীতে আনুষ্ঠানিক আলোচনা শুরু করা যায়।