ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

যৌথ অভিযানে গ্রেফতার ৩৪১ অপরাধী: আইএসপিআর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে গত এক সপ্তাহে ৩৪১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) আইএসপিআর-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন এবং স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।

 

এই অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীসহ মোট ৩৪১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়।

 

তাদের কাছ থেকে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৫৩ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ফোন, সিমকার্ড, জাল নোট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনী গণপরিবহন টার্মিনাল ও স্টেশনগুলোতে টহল, মাইকিং, কালোবাজারি রোধ এবং টিকিট বিতরণে নজরদারি করেছে।

 

মহাসড়কে বিকল্প রুট ব্যবস্থাপনা, পার্কিং, ট্রাফিক নিয়ন্ত্রণ ও রোড ব্লক প্রতিরোধেও সক্রিয় ছিল সেনা টহল দল।

 

শিল্পাঞ্চলে সম্ভাব্য অস্থিরতা এড়াতে মালিক-শ্রমিকদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা হয়, যাতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারেন।

 

এছাড়া চুরি, ছিনতাই, সন্ত্রাস এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে রোবাস্ট টহল, চেকপোস্ট, মাইকিং ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

ধর্মীয় প্রতিষ্ঠান, ঈদগাহ এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনাগুলোতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আইএসপিআর জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং সাধারণ জনগণকে সন্দেহজনক কোনো কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

যৌথ অভিযানে গ্রেফতার ৩৪১ অপরাধী: আইএসপিআর

প্রকাশিত: ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে গত এক সপ্তাহে ৩৪১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) আইএসপিআর-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন এবং স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।

 

এই অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীসহ মোট ৩৪১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়।

 

তাদের কাছ থেকে ১৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৫৩ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ফোন, সিমকার্ড, জাল নোট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনী গণপরিবহন টার্মিনাল ও স্টেশনগুলোতে টহল, মাইকিং, কালোবাজারি রোধ এবং টিকিট বিতরণে নজরদারি করেছে।

 

মহাসড়কে বিকল্প রুট ব্যবস্থাপনা, পার্কিং, ট্রাফিক নিয়ন্ত্রণ ও রোড ব্লক প্রতিরোধেও সক্রিয় ছিল সেনা টহল দল।

 

শিল্পাঞ্চলে সম্ভাব্য অস্থিরতা এড়াতে মালিক-শ্রমিকদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা হয়, যাতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারেন।

 

এছাড়া চুরি, ছিনতাই, সন্ত্রাস এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে রোবাস্ট টহল, চেকপোস্ট, মাইকিং ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 

ধর্মীয় প্রতিষ্ঠান, ঈদগাহ এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনাগুলোতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আইএসপিআর জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং সাধারণ জনগণকে সন্দেহজনক কোনো কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।