আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার (৪ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।বুধবার (২ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,
বৃহস্পতিবার (৩ এপ্রিল): সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (৪ এপ্রিল): ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
শনিবার (৫ এপ্রিল): রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (৬ এপ্রিল): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এরপর পরবর্তী পাঁচ দিন, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
এছাড়া, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার ও রাঙ্গামাটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলছে, যা কিছুদিন অব্যাহত থাকতে পারে।