দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত সাত, আহত ৪০।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন শিশু রয়েছে। শনিবার (২২ মার্চ) ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি ভঙ্গ করে এই হামলা চালায়, যা নভেম্বরের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় ইসরায়েলি হামলা হিসেবে পরিচিত।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণে ইরান-সমর্থিত শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর রকেট লঞ্চার এবং একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় সাতজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, লেবানন থেকে তাদের দিকে রকেট হামলা চালানো হয়েছিল। এরপরই তারা হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা শুরু করে। ইসরায়েলি সেনারা জানিয়েছেন, উত্তর ইসরায়েলের মেতুলা শহরের দিকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়, তবে সেগুলো সফলভাবে আটকানো হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হিজবুল্লাহ সংগঠন এই হামলায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তারা জানিয়েছে, তারা অস্ত্রবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই হামলা তাদের পক্ষ থেকে নয়।
এই হামলার পর, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং লেবানন ও ইসরায়েলের মধ্যে ফের নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।