ঋণ জালিয়াতির মাধ্যমে ২ হাজার ৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের দুজন উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ বুধবার বেলা ১১টা থেকে সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, ঋণ জালিয়াতির ঘটনায় আইএফআইসি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা হলেন আইএফআইসি ব্যাংকের ডিএমডি ইকবাল পারভেজ চৌধুরী, শাহ মো. মইন উদ্দিন, করপোরেট শাখার ব্যবস্থাপক মো. ওয়াসীম আলম ও প্রিন্সিপাল শাখার রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার।
দুদক সূত্র জানায়, মূলত ফেডারেশন ও প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ লিমিটেড, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্কাইমার্ক ইন্টারন্যাশনালের নেওয়া ঋণের অনিয়মের প্রকৃত রহস্য উন্মোচনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৪ মার্চ তাঁদের তলব করে চিঠি দেওয়া হয়েছিল।