ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

ডিবি পরিচয়ে অপহরণ, চট্টগ্রামে দুই যুবক উদ্ধার

চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল মোড় এলাকা থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে গেছে।

 

সিএমপির জনসংযোগ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানিয়েছেন, রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে অক্সিজেন মোড় থেকে ডিবি পুলিশের পরিচয়ে দুই যুবককে জোরপূর্বক তুলে নেয় দুর্বৃত্তরা। এরপর মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয়।

 

ঘটনার পর তদন্তে নেমে সোমবার (১৭ মার্চ) দুপুরে পুলিশ প্রথমে অক্সিজেন মোড় এলাকা থেকে ইসলাম সিদ্দিকী (৩০) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ এলাকার ড্রিমল্যান্ড আবাসিক এলাকার একটি পরিত্যক্ত ফ্রিজ ওয়ার্কশপ থেকে মো. রাসেল (২৮) নামে আরেকজনকে আটক করা হয়। একই জায়গা থেকে অপহৃত দুই যুবককেও উদ্ধার করা হয়।

এ অভিযানের সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের আরও তিন-চারজন সদস্য পালিয়ে যায়। অভিযুক্তদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

ডিবি পরিচয়ে অপহরণ, চট্টগ্রামে দুই যুবক উদ্ধার

প্রকাশিত: ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল মোড় এলাকা থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে গেছে।

 

সিএমপির জনসংযোগ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানিয়েছেন, রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে অক্সিজেন মোড় থেকে ডিবি পুলিশের পরিচয়ে দুই যুবককে জোরপূর্বক তুলে নেয় দুর্বৃত্তরা। এরপর মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয়।

 

ঘটনার পর তদন্তে নেমে সোমবার (১৭ মার্চ) দুপুরে পুলিশ প্রথমে অক্সিজেন মোড় এলাকা থেকে ইসলাম সিদ্দিকী (৩০) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বায়েজিদ এলাকার ড্রিমল্যান্ড আবাসিক এলাকার একটি পরিত্যক্ত ফ্রিজ ওয়ার্কশপ থেকে মো. রাসেল (২৮) নামে আরেকজনকে আটক করা হয়। একই জায়গা থেকে অপহৃত দুই যুবককেও উদ্ধার করা হয়।

এ অভিযানের সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের আরও তিন-চারজন সদস্য পালিয়ে যায়। অভিযুক্তদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।