ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

তদন্ত কমিটির সামনে কর্মচারীদের দুই পক্ষের মারামারি

নগরীর খুলশী জাকির হোসেন রোডের চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির সামনে কর্মচারীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক পক্ষ অভিযোগ তোলে–হাসপাতালের কিছু কর্মচারী নিয়োগপত্র ছাড়াই কাজ করছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে একপক্ষ অপর পক্ষকে হুমকি–ধামকিও দেয়। এ সময় ঘটনাটি ভিডিও ধারণ ও ছবি তোলার চেষ্টা করলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়া হয়। পরে হাসপাতালের ভেতরের গেটে তালা দিয়ে উভয় পক্ষকে আলাদা করে দেওয়া হয়। খুলশী থানার উপ–পরিদর্শক মো. হাফিজুল ইসলাম জানান, ডায়াবেটিক হাসপাতালে কর্মচারীদের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

প্রসঙ্গত, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের বিভিন্ন অনিয়ম–দুর্নীতির তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন নথি ও অনিয়ম দুর্নীতির কাগজপত্র সংগ্রহের কথা রয়েছে। গত রোববার কমিটির হাসপাতাল পরিদর্শন করে অভিযোগ খতিয়ে দেখার কথা থাকলেও স্বাস্থ্য উপদেষ্টার চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচি থাকায় তা পরিবর্তন করা হয়। গতকাল সোমবার কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শনে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) ডায়াবেটিক হাসপাতালের বিরুদ্ধে আসা অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আদেশ দেন। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমাকে সভাপতি, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

তদন্ত কমিটির সামনে কর্মচারীদের দুই পক্ষের মারামারি

প্রকাশিত: ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

নগরীর খুলশী জাকির হোসেন রোডের চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির সামনে কর্মচারীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এক পক্ষ অভিযোগ তোলে–হাসপাতালের কিছু কর্মচারী নিয়োগপত্র ছাড়াই কাজ করছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে একপক্ষ অপর পক্ষকে হুমকি–ধামকিও দেয়। এ সময় ঘটনাটি ভিডিও ধারণ ও ছবি তোলার চেষ্টা করলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়া হয়। পরে হাসপাতালের ভেতরের গেটে তালা দিয়ে উভয় পক্ষকে আলাদা করে দেওয়া হয়। খুলশী থানার উপ–পরিদর্শক মো. হাফিজুল ইসলাম জানান, ডায়াবেটিক হাসপাতালে কর্মচারীদের দুটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

প্রসঙ্গত, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের বিভিন্ন অনিয়ম–দুর্নীতির তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন নথি ও অনিয়ম দুর্নীতির কাগজপত্র সংগ্রহের কথা রয়েছে। গত রোববার কমিটির হাসপাতাল পরিদর্শন করে অভিযোগ খতিয়ে দেখার কথা থাকলেও স্বাস্থ্য উপদেষ্টার চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচি থাকায় তা পরিবর্তন করা হয়। গতকাল সোমবার কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শনে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) ডায়াবেটিক হাসপাতালের বিরুদ্ধে আসা অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে আদেশ দেন। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমাকে সভাপতি, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়।