ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

শক্তি দইয়ে ভেজালের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা হাইকোর্টে বাতিল

হাইকোর্টে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগ সংক্রান্ত মামলা বাতিল করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত মামলাটি বাতিলে জারি করা রুল মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

ব্যারিস্টার তানিম হোসেইন শাওন বলেন, ‘মামলায় কিছু ভুল ছিল। তাছাড়া ড. ইউনূস ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, তার কোনো নির্বাহী ক্ষমতা ছিল না। হয়রানির উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।’

ঢাকা সিটি করপোরেশন ২০১০ সালে বংশালের একটি দোকান থেকে ১০০ গ্রামের একটি দইয়ের ওজনে ভেজালের অভিযোগ তোলে। অভিযোগে বলা হয়, ১০০ গ্রামের দইয়ের ওজন ছিল ৮০ বা ৬০ গ্রাম।

পরবর্তীসময়ে ২০১১ সালের ১০ জানুয়ারি দোকান মালিক মো. আবুল কাশেম, সরবরাহকারী মো. তুষার ও গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেন সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান।

২০১১ সালের ২৭ জানুয়ারি বিচারিক আদালত থেকে জামিন পান ড. ইউনূস। এরপর মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। আদালত রুল জারি করে মামলাটির কার্যক্রম স্থগিত করেন।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

শক্তি দইয়ে ভেজালের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা হাইকোর্টে বাতিল

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

হাইকোর্টে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগ সংক্রান্ত মামলা বাতিল করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত মামলাটি বাতিলে জারি করা রুল মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

ব্যারিস্টার তানিম হোসেইন শাওন বলেন, ‘মামলায় কিছু ভুল ছিল। তাছাড়া ড. ইউনূস ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, তার কোনো নির্বাহী ক্ষমতা ছিল না। হয়রানির উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।’

ঢাকা সিটি করপোরেশন ২০১০ সালে বংশালের একটি দোকান থেকে ১০০ গ্রামের একটি দইয়ের ওজনে ভেজালের অভিযোগ তোলে। অভিযোগে বলা হয়, ১০০ গ্রামের দইয়ের ওজন ছিল ৮০ বা ৬০ গ্রাম।

পরবর্তীসময়ে ২০১১ সালের ১০ জানুয়ারি দোকান মালিক মো. আবুল কাশেম, সরবরাহকারী মো. তুষার ও গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেন সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান।

২০১১ সালের ২৭ জানুয়ারি বিচারিক আদালত থেকে জামিন পান ড. ইউনূস। এরপর মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন। আদালত রুল জারি করে মামলাটির কার্যক্রম স্থগিত করেন।