পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারের লম্বা ছুটিতে অগ্রিম টিকিট বিক্রি অনলাইনমুখী হওয়ায় বাস কাউন্টারগুলোতে তেমন ভিড় দেখা যাচ্ছে না। শুরুর দিনেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে যাওয়ায় অনেকেই কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে ফিরে যান। তবে ভোগান্তি ছাড়াই টিকিট কাটতে পেরে তারা সন্তুষ্ট। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে যাত্রীরা আগেভাগেই টিকিট কাটছেন, যাতে তাদের যাতায়াত নির্বিঘ্ন হয়।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, অগ্রিম টিকিট বিক্রি করা পরিবহনগুলোর কাউন্টারে তেমন ভিড় নেই। তবে সব কাউন্টারেই টিকিট বিক্রি হচ্ছে। শুরুর দিনেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে যাওয়ায় অনেকেই কাঙ্ক্ষিত দিন বা সিট না পেলেও ভোগান্তি ছাড়াই টিকিট কাটতে পেরে সন্তুষ্ট। উত্তরবঙ্গের এক ঈদযাত্রী নাজু আক্তার বলেন, ‘কাউন্টারে ভিড় নেই। খুব সহজেই টিকিট কাটতে পেরেছি। তবে আমি যে দিনের টিকিট চেয়েছিলাম, সেই দিনের পাইনি। তাই পরের দিনের টিকিট কেটেছি।’
বাস কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে টিকিট বিক্রির কারণে এবার কাউন্টারে যাত্রীদের ভিড় তুলনামূলকভাবে কম। এর আগে শুক্রবার (১৪ মার্চ) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বাসের টিকিট অনলাইন এবং কাউন্টার উভয় জায়গায় পাওয়া যাচ্ছে।