কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ হামলা চালানো হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ হামলা চালানো হয়। আহতদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুলতান মারুফ তালহা, মুজাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব রেদোয়ান আফ্রিদি, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবায়ের, ইব্রাহীম, নয়ন হোসেন প্রমুখ। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক হাফিজুর রহমান জানান, আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন, আয়াস, আকাশ, রাসেলসহ তাদের লোকজন এ হামলা করেছে। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের একাধিক টিম কাজ করছে।”
এই হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আহত নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।