ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

আশুলিয়ায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচা রাসেল (১৯) এর বিরুদ্ধে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়ায় থানার উপ-পরিদর্শক (এস আই) মো: মাসুদ। এর আগে, সোমবার সকালে কাইচাবাড়ি মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা জানান, তার আট বছরের শিশু মেয়ে ও স্ত্রীকে নিয়ে কাইচাবাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকুরি করেন। গেল তিন দিন আগে তার মামাতো ভাই রাসেল গ্রামের বাড়ি ভোলা থেকে বেড়াতে আসে। সোমবার সকালে শিশু মেয়েকে বাসায় রেখে তারা স্বামী-স্ত্রী কারখানায় চলে যায়। এই সুযোগে রাসেল তাকে (শিশুকে) একা পেয়ে ধর্ষণ করে। পরে রাতে তারা বাসায় এসে মেয়েকে অসুস্থ দেখে জিজ্ঞেস করলে ধর্ষণের বিষয়টি বলে। পরে রাতেই আশুলিয়া থানায় রাসেলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন তিনি। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো: মাসুদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেছেন। আসামি ধরতে অভিযান অব্যাহত আছে। এছাড়া মেয়েটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ

আশুলিয়ায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচা রাসেল (১৯) এর বিরুদ্ধে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়ায় থানার উপ-পরিদর্শক (এস আই) মো: মাসুদ। এর আগে, সোমবার সকালে কাইচাবাড়ি মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা জানান, তার আট বছরের শিশু মেয়ে ও স্ত্রীকে নিয়ে কাইচাবাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকুরি করেন। গেল তিন দিন আগে তার মামাতো ভাই রাসেল গ্রামের বাড়ি ভোলা থেকে বেড়াতে আসে। সোমবার সকালে শিশু মেয়েকে বাসায় রেখে তারা স্বামী-স্ত্রী কারখানায় চলে যায়। এই সুযোগে রাসেল তাকে (শিশুকে) একা পেয়ে ধর্ষণ করে। পরে রাতে তারা বাসায় এসে মেয়েকে অসুস্থ দেখে জিজ্ঞেস করলে ধর্ষণের বিষয়টি বলে। পরে রাতেই আশুলিয়া থানায় রাসেলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন তিনি। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো: মাসুদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেছেন। আসামি ধরতে অভিযান অব্যাহত আছে। এছাড়া মেয়েটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।