জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর থেকে সরকারি বাসে ঢাকায় আসার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এখানে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। পিরোজপুর শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে জেলা প্রশাসন বাস রিকুইজিশনে শুধু সহায়তা করেছে।
তিনি আরও বলেন, ‘মূলত ওই ৫টি বাসের রিকুইজিশনের জন্য স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়ে জেলা প্রশাসন সহায়তা দিলেও তেলসহ অন্য কোনো খরচ বা ভাড়া সরকারিভাবে দেয়া হয়নি।’
শফিকুল আলম নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও দাবি করেন। তিনি বলেন, সরকার সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে, যাতে সবাই সমানভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে।
নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে তিনি বলেন, বিএনপি হয়তো নির্দিষ্ট তারিখ চাচ্ছে নির্বাচনের। সরকার নির্বাচনের রোডম্যাপ আগেই দিয়েছে। হয় এ বছরের ডিসেম্বর, অথবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে।