ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

সরকারি খরচে এনসিপি নেতাকর্মীদের বাসের অভিযোগ, ব্যাখ্যায় যা বললেন প্রেস সচিব!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর থেকে সরকারি বাসে ঢাকায় আসার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এখানে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। পিরোজপুর শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে জেলা প্রশাসন বাস রিকুইজিশনে শুধু সহায়তা করেছে।

তিনি আরও বলেন, ‘মূলত ওই ৫টি বাসের রিকুইজিশনের জন্য স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়ে জেলা প্রশাসন সহায়তা দিলেও তেলসহ অন্য কোনো খরচ বা ভাড়া সরকারিভাবে দেয়া হয়নি।’

শফিকুল আলম নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও দাবি করেন। তিনি বলেন, সরকার সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে, যাতে সবাই সমানভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে।

নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে তিনি বলেন, বিএনপি হয়তো নির্দিষ্ট তারিখ চাচ্ছে নির্বাচনের। সরকার নির্বাচনের রোডম্যাপ আগেই দিয়েছে। হয় এ বছরের ডিসেম্বর, অথবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

সরকারি খরচে এনসিপি নেতাকর্মীদের বাসের অভিযোগ, ব্যাখ্যায় যা বললেন প্রেস সচিব!

প্রকাশিত: ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর থেকে সরকারি বাসে ঢাকায় আসার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এখানে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। পিরোজপুর শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে জেলা প্রশাসন বাস রিকুইজিশনে শুধু সহায়তা করেছে।

তিনি আরও বলেন, ‘মূলত ওই ৫টি বাসের রিকুইজিশনের জন্য স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। এ বিষয়ে জেলা প্রশাসন সহায়তা দিলেও তেলসহ অন্য কোনো খরচ বা ভাড়া সরকারিভাবে দেয়া হয়নি।’

শফিকুল আলম নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও দাবি করেন। তিনি বলেন, সরকার সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে, যাতে সবাই সমানভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে।

নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে তিনি বলেন, বিএনপি হয়তো নির্দিষ্ট তারিখ চাচ্ছে নির্বাচনের। সরকার নির্বাচনের রোডম্যাপ আগেই দিয়েছে। হয় এ বছরের ডিসেম্বর, অথবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে।